একাদশ নিয়ে মধুর সমস্যায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ধরা হচ্ছে ইংল্যান্ডকে। দলে রয়েছেন এক ঝাঁক অলরাউন্ডার। এমন অবস্থায় কাকে রেখে কাকে খেলাবে সেটা নিয়েই মধুর সমস্যায় পড়েছে ইংলিশরা।


এরই মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। বাইরে বসে আছেন ফিল সল্টের মতো ক্রিকেটার। এ ছাড়া বেন স্টোকস, মঈন আলীরা তো আছেনই। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।


promotional_ad

তিনি বলেছেন, 'না, এখনও না (একাদশ ঠিক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে)। তবে আমি মনে করি, আমাদের ভালো ধারণা আছে। আমরা যে পথে যেতে চাই, তার জন্য আমাদের হাতে অনেক বিকল্প আছে। দল নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আমরা দুর্দান্ত কিছু খেলোয়াড় পেয়েছি। তাই (একাদশ গড়া নিয়ে) ভালোই মাথাব্যথা আছে।'


আরো পড়ুন

ইংল্যান্ডের শেষ টেস্টের দলে ওভারটন

২৯ মিনিট আগে
জেমি ওভারটন

ইংল্যান্ডের স্কোয়াডে প্রতিটি পজিশনের জন্যই একাধিক বিকল্প ক্রিকেটার রয়েছেন। দলের জন্যই এটা বেশ ভালো বলে মনে করেন বাটলার। সব ক্রিকেটারই একাদশে সুযোগ পেতে মুখিয়ে থাকবে বলে বিশ্বাস ইংলিশ অধিনায়কের। বিশ্বকাপ শুরুর আগে দল সঠিক পথেই আছে বলে জানালেন তিনি।


বাটলার বলেন, 'হ্যাঁ, অবশ্যই (একাদশ গড়া কঠিন)। মধুর সমস্যা আছে। আমি মনে করি, ছেলেরা যারা সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফর্ম করেছে, কিছু বিশ্বমানের খেলোয়াড় দলে ফিরেছে, কেউ কেউ চোট কাটিয়ে ফিরেছে, সবাই দলে থাকতে চাইবে। দলে ভালো খেলোয়াড় আছে কিন্তু খেলার সুযোগ পাচ্ছে না, তার মানে দল সঠিক পথেই আছে।'


আফগানদের বিপক্ষে বাড়তি বোলার নাকি বাড়তি ব্যাটার নিয়ে খেলবে ইংল্যান্ড তা নিয়েও ধোঁয়াশা রাখলেন বাটলার। তিনি বলেন, 'আমি মনে করি না যে, আমরা একটি নির্দিষ্ট পথে যাব। টুর্নামেন্ট জুড়ে কৌশল পরিবর্তন হতে পারে। আমার মনে হয় না, আমাদের নির্দিষ্ট একটি ভারসাম্য বজায় রাখতে হবে। আমরা কোথায় খেলছি, প্রতিপক্ষ কে, এসব মাথায় রেখে ভাবনাগুলো পরিবর্তন হতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball