উইকেট নিয়ে বিতর্কের কিছু দেখছেন না রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিসিবি চাইলে ১২ জনকে ‘সুপারস্টার’ বানানোর দায়িত্ব নেবেন শোয়েব

১ ঘন্টা আগে
কথা বলছেন শোয়েব আখতার

উপমহাদেশের উইকেটে বরাবরই ছড়ি ঘোরান স্পিনাররা। এই উইকেটই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অন্য দলগুলোর জন্য। ভারতীয় ওপেনার রোহিত শর্মা অবশ্য উইকেট নিয়ে বিতর্কের কিছু দেখছেন না।


তিনি জানিয়েছেন, ভারত যখন বাইরের দেশগুলোতে খেলতে যায় সেখানের উইকেট নিয়ে কোনো অভিযোগ করেন না তারা। বুক চিতিয়ে লড়ে যান বিশ্বের যেকোনো প্রান্তে। তাই নিজেদের মাটিতে অন্য দলগুলোর কথা ভাবার কোনো কারণ নেই বলেই মনে করেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি উইকেট নিয়ে এত বিতর্কের কোনো কারণ দেখি না। মানুষ এটা নিয়ে কথা বলেই যাচ্ছে। কিন্তু ভারতে তো এমনই উইকেট থাকে। আমার মনে হয় না কিছু বদলানোর প্রয়োজন আছে। সবাই ঘরের মাঠের সুবিধা নেয়। আমরা যখন বাইরে খেলতে যাই, কেউ তো আমাদের কথা ভাবে না? আমরা কেন অন্যদের কথা ভাবতে যাব?’


আরো পড়ুন

টস করতে নেমেই বেথেলের রেকর্ড

১৭ সেপ্টেম্বর ২৫
টস করার সময় জ্যাকব বেথেল ও পল স্টার্লিং

উইকেট নিয়ে বিতর্ক মূলত উসকে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাই। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের পর থেকেই তারা উইকেট নিয়ে অভিযোগ করেই যাচ্ছেন। মূলত এ কারণেই উইকেট নিয়ে প্রশ্ন করায় ক্ষেপেছেন রোহিত।


এই ওপেনার মনে করেন ক্রিকেটার এবং তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হতে পারে তবে উইকেট নিয়ে নয়। রোহিতের ভাষ্য, ‘আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে। এটাকেই ঘরের মাঠের সুবিধা বলে। না হয় সব সমান করে দেওয়া হোক। অথবা আইসিসি না হয় সব উইকেটের জন্যই একই নিয়ম চালু করুক। আমরা দেশের বাইরে গেলে বাকি দেশগুলো তো আমাদের কাজটা কঠিন করে তোলে।'


'উইকেট নিয়ে বিতর্কের কোনো কারণ আমি দেখি না। বিতর্ক হতে পারে ক্রিকেটার ও তাদের পারফরম্যান্স নিয়ে। দুই দলই একই উইকেটে খেলছে। যে ভালো খেলে সেই জিতবে। আমরা আউট হলে উইকেট নিয়ে অভিযোগ করি না। আমরা সামনে তাকাই। সবারই তাই করা উচিত। বিশ্লেষক যাঁরা আছেন, দয়া করে ক্রিকেট নিয়ে কথা বলুন, উইকেট নিয়ে নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball