৬৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ইংল্যান্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টস করতে নেমেই বেথেলের রেকর্ড
১৭ সেপ্টেম্বর ২৫
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার আগে ভারতকে তারা আটকে ফেলেছিল ৩২৯ রানে। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ৯৫.৫ ওভার টিকে ভারতের প্রথম ইনিংস।
এই ইনিংস দিয়েই ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ভারত ৩২৯ রান তুলে ফেললেও ইংলিশ বোলাররা কোনো অতিরিক্ত রান দেয়নি। টেস্ট ইতিহাসে এটিই এখন পর্যন্ত অতিরিক্ত রান ছাড়া সর্বোচ্চ দলীয় ইনিংস। ৬৬ বছর যাবত এই রেকর্ড ছিল ভারতের দখলে।

পাকিস্তানের বিপক্ষে ১৯৫৫ সালে কোন প্রকার অতিরিক্ত রান না দিয়ে ৩২৮ রান খরচ করে ভারতীয় বোলাররা। টেস্টে অতিরিক্ত ছাড়া তিনশ ছাড়ানো রান এই দুটিই। দুইশোর বেশি আছে আরও সাতটি, এর চারটিই ইংল্যান্ডের দখলে। দক্ষিণ আফ্রিকাকে ১৯৩১ সালে ২৫২ ও ১৯৬০ সালে ২৪৭ রানে থামায় তারা। ১৮৯২ সালে অস্ট্রেলিয়াকে থামায় ২৪৭ রানে।
ফখরের ‘বিতর্কিত আউট’ নিয়ে আইসিসিতে পিসিবির অভিযোগ
১ ঘন্টা আগে
রানের হিসাবে লম্বা সময় ধরে যে রেকর্ডটি টিকে ছিল, সেখানে ভারতীয়রা অবশ্য বোলিং করেছিল ইংল্যান্ডের চেয়ে প্রায় দ্বিগুণ। তাদেরকে হাত ঘোরাতে হয়েছিল ১৮৭.৫ ওভার। সুভাষ গুপ্ত একাই করেছিলেন ৭৩.৫ ওভার। গোলাম আহমেদ ৪৬ ও অধিনায়ক ভিনু মানকাড ৪৪ ওভার করেছিলেন।
অবশ্য চেন্নাই টেস্টে এমন নজির গড়ার পরেও ব্যাট হাতে দায়িত্ব পালনে ব্যর্থ ইংলিশ ব্যাটসম্যানরা। নিজেদের প্রথম ইনিংসে কোনরকমে ফলো অন এড়ালেও চলতি টেস্ট জিততে হলে এক ধরনের মিরাকল করে দেখাতে হবে সফরকারীদের। ম্যাচের প্রথম দুই দিন শেষে স্বাগতিকদের চেয়ে ২৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। ভারতের হাতে আছে এখনো নয়টি উইকেট।