কোহলি-বাবরের অবনমন, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করল বিসিসিআই
১৭ আগস্ট ২৫
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন ঋষভ পান্ত। শুধু শেষ টেস্টেই নয়, সিডনি টেস্টেও ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ খেলার ফলস্বরুপ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
যা কিনা তাঁর ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যানদের পক্ষে তিনিই সবার উপরে রয়েছেন। এরপর ১৫তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। পান্তের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের।

গল টেস্টে ২২৮ রানের অনবদ্য ইনিংসের ফলে ছয় ধাপ এগিয়ে সেরা পাঁচে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্রিসবেন টেস্টের পরে র্যাঙ্কিংয়ে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। পান্ত-রুটদের যেখানে উন্নতি হয়েছে সেখানে অবনতি হয়েছে বিরাট কোহলি-বাবর আজমের।
‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি
৩ সেপ্টেম্বর ২৫
অ্যাডিলেড টেস্ট খেলার সময় র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকলেও বাকি তিন টেস্ট না খেলার কারণে র্যাঙ্কিংয়ের চারে নেমে গেছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। এদিকে সেরা পাঁচ থেকে জায়গা হারিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর।
কোহলিকে সরিয়ে তিনে জায়গা করে নিয়েছেন মার্নাস ল্যাবুশেন। যা কিনা তাঁর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনেরও। তিন ধাপ এগিয়েছেন ৪২তম স্থানে উঠে এসেছেন তিনি।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস খেলার পর ক্যারিয়ারে উন্নতি হয়েছে শুভমান গিলের। ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়ার পর ৩২ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ।
এ ছাড়া র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ডম বেস, জ্যাক লিস, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লাহিরু থিরিমান্নে, জশ হ্যাজেলউডদের।