অভিষেকটা বাবার মতো হয়নি টেন্ডুলকারের ছেলের

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বড় হৃদয়ের’ সিরাজ কখনোই প্রাপ্য স্বীকৃতি পান না, বলছেন শচিন

৭ আগস্ট ২৫
মোহাম্মদ সিরাজ (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো

সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমে অভিষেকটা বাবার মতো হয়নি শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। ১৫ বছর বয়সী শচীন ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেই করেছিলেন সেঞ্চুরি। কিন্তু ৩২ বছর পর তার ছেলে অভিষেক ম্যাচে ছিলেন অনুজ্বল।


এদিন হারিয়ানার মুখোমুখি হয়েছিল মুম্বাই। ২১ বছর বয়সী অর্জুন মুম্বাইয়ের হয়ে ৩ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে কোন বলই খেলতে পারেননি। যদিও বাবার সঙ্গে ক্রিকেটীয় ধরনে একদমই মিল নেই ছেলের।


ডানহাতি ব্যাটসম্যান শচিন ক্যারিয়ারের শুরুর কয়েক বছর ডানহাতে পেস বোলিং করছেন। পরে হয়েছিলেন লেগ স্পিনার। অর্জুন পুরোদস্তুর বাঁহাতি পেস বোলার। বাবার মতো ব্যাটিং প্রতিভা নেই বললেই চলে। তবুও বল হাতে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারলেন না ব্যাটিং জিনিয়াসের সন্তান।


promotional_ad

বান্দ্রা কুরলা কমপ্লেক্স মাঠে মুম্বাই ১৯.৩ ওভারে অলআউট হয় ১৪৩ রানে। রান তাড়ায় হরিয়ানা ১৪ বল বাকি রেখেই ৮ উইকেটে জিতে যায়। নতুন বলে মুম্বাইয়ের দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন অর্জুন। নিজের দ্বিতীয় ওভারেই পেয়ে যান বড়দের ক্রিকেটে প্রথম উইকেট।


এই ম্যাচের সুবাদে অর্জুন এখন কাঙ্খিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য বিবেচিত হবেন। কেননা আইপিএলে খেলতে হলে অন্তত রাজ্য দলের হয়ে একটি ম্যাচ খেলতে হয়। অনূর্ধ্ব-১৪ থেকে শুরু করে মুম্বাইয়ের সবগুলো বয়সভিত্তিক দলেই খেলেছেন অর্জুন।


২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুটি যুব টেস্টও খেলেছিলেন তিনি। যুব বিশ্বকাপ দলে অবশ্য জায়গা হয়নি। ২০১৭ সালে ইংল্যান্ড সফরের সময় ইংলিশদের নেট বোলার হিসেবে দেখা গিয়েছিল তাকে। তার ইয়র্কারে ঐ সময় চোট পেয়ে নেট ছেড়েছিলেন জনি বেয়ারস্টো।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball