রাহানের জন্মই হয়েছে অধিনায়কত্বের জন্য: ইয়ান চ্যাপেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিসিবি চাইলে ১২ জনকে ‘সুপারস্টার’ বানানোর দায়িত্ব নেবেন শোয়েব
১ ঘন্টা আগে
ঘরের মাঠে অস্ট্রেলিয়া বরাবরই অপ্রতিরোধ্য। তাদেরকেই মেলবোর্ন টেস্টে হারিয়ে চমক দেখিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। যদিও সিরিজের এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে রোহিত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামিদের ছাড়াই অস্ট্রেলিয়াকে হারিয়ে এক কথায় চমকে দিয়েছে ভারত।
সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয়ের পর প্রশংসার সাগরে ভাসছেন রাহানে। এবার এই ভারতীয় ব্যাটসম্যানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, রাহানের জন্মই হয়েছে অধিনায়কত্ব করার জন্য।

তিনি বলেন, ‘মেলবোর্নে ভারতকে নির্ভুলভাবে এগিয়ে নিয়ে গেছেন রাহানে। এতে অবাক হওয়ার কিছু নেই। ধর্মশালায় ২০১৭ সালে তার অধিনায়কত্ব যারা দেখেছেন, সবাই জানেন রাহানের জন্মই হয়েছে ক্রিকেট দলের নেতৃত্ব দিতে। ২০১৭ সালের সেই ম্যাচের সঙ্গে মেলবোর্নের এই ম্যাচের অনেক মিল ছিল।’
‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড
৯ সেপ্টেম্বর ২৫
ধর্মশালায় রাহানের নেতৃত্বেই ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। মেলবোর্নেও সেই অধিনায়কত্বের ছাপ দেখতে পেয়েছেন চ্যাপেল। সেই সঙ্গে রাহানের ব্যাটিং সামর্থ্যেরও প্রশংসা করেছেন এই সাবেক অজি অধিনায়ক। তিনি মনে করেন রাহানের আক্রমণাত্মক ব্যাটিংই ভারতকে জয়ের সংগ্রহ এনে দিয়েছিল।
এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘প্রথমত, লড়াইটা ছিল দুইটি তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক দলের মধ্যে। তারপর সেখানেও প্রথম ইনিংসে শেষ দিকে রবীন্দ্র জাদেজার মূল্যবান অবদান ছিল। শেষদিকে রাহানে আক্রমণাত্মক খেলে দ্রুত রান তুলেছে এবং জয়ের মতো সংগ্রহ এনে দিয়েছে।’