যাদবের বদলি তিন পেসার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড

৯ সেপ্টেম্বর ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

একের পর এক ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন ভারতের পেসাররা। যেখানে মোহাম্মদ শামি-ইশান্ত শর্মাদের সঙ্গে সর্বশেষ সংযোজন উমেশ যাদব। বক্সিং ডে টেস্টে চোটে পড়ায় সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। তাঁর বদলি হিসেবে নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং থাঙ্গারাসু নাটারাজনকে শেষ দুই টেস্টের দলে জায়গা দেয়া হয়েছে।


দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন যাদব। প্রথম ইনিংসে ১২ ওভারে কোনো উইকেট না পাওয়া যাদব দ্বিতীয় ইনিংসে বল করতে পেরেছিলেন মাত্র ৩.৩ ওভার। তাঁর ইনজুরির ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে। সেই সময় যাদব নিজের কোটার চতুর্থ ওভারের বল করছিলেন। সেই ওভারেই হাঁটুতে চোট পেয়ে বসেন ডানহাতি এই পেসার।


promotional_ad

সেই ওভারের ঠিক দুই ওভার আগে অস্ট্রেলিয়ার ওপেনার জো বার্নসকে আউট করেছিলেন তিনি। দুরন্ত স্পেল চলাকালীনই যন্ত্রণায় কাতরাৎচ্ছিলেন যাদব। সঙ্গে সঙ্গেই মেডিকেল টিম এসে হাজির হয় মাঠে। তারপর খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে রওনা দেন। যাদবের ওভারের বাকি বলের কোটা পূরণ করেন মোহাম্মদ সিরাজ।


আরো পড়ুন

ফখরের ‘বিতর্কিত আউট’ নিয়ে আইসিসিতে পিসিবির অভিযোগ

১ ঘন্টা আগে
ভিডিও থেকে নেয়া

উমেশের ছিটকে পড়ায় ভারতীয় বোলিং আক্রমণে অভিজ্ঞ পেসার বলতে এখন আছেন কেবল জাসপ্রিত বুমরাহ। যিনিও খেলেছেন মাত্র ১৬ টেস্টে। তৃতীয় টেস্টে বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সাইনি, নাটারাজন এবং শার্দুলের যে কোনো একজনকে।


যদিও যাদব ছিটকে যাওয়া ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্টে অভিষেক হতে পারে নাটারাজনের। অভিষেক হওয়ার দৌড়ে শার্দুল এবং সাইনির থেকে এগিয়ে রয়েছেন নাটারাজন। কারণ অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজিমাৎ করেছেন বাঁহাতি এই পেসার।


বেশ কিছুদিন ধরেই ইনজুরির মিছিলে জেঁকে বসেছে ভারতের পেস ইউনিটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা। আর প্রথম টেস্টের সময় ছিটকে গিয়েছেন শামি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball