বাদ বার্নস, ফিরলেন ওয়ার্নার-পুকোভস্কি

সংগ্রহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ধারাবাহিক ব্যর্থতার কারণে প্রথম দুই টেস্ট খেলে দল থেকে জায়ঘা হারিয়েছেন ওপেনার জো বার্নস। ওয়ার্নার ছাড়াও শেষ দুই টেস্টের দলে জায়গা করে নিয়েছেন উইল পুকোভস্কি এবং শেন অ্যাবট।


আরো পড়ুন

‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড

৯ সেপ্টেম্বর ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির চোটে পড়েছিলেন ওয়ার্নার। এর ফলে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি প্রথম দুই টেস্টেও খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার।


promotional_ad

এ ছাড়া অনুশীলন ম্যাচে কার্তিক তিয়াগীর বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন পুকোভস্কি। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ এই টপঅর্ডার ব্যাটসম্যানও ফিরেছেন শেষ দুই টেস্টের দলে। পায়ের চোট থেকে সেরে ওঠায় দেলে ফিরেছেন অ্যাবট।


আরো পড়ুন

ফখরের ‘বিতর্কিত আউট’ নিয়ে আইসিসিতে পিসিবির অভিযোগ

১ ঘন্টা আগে
ভিডিও থেকে নেয়া

প্রথম দুই টেস্টের দলে জায়গা পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বার্নস। অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করলেও প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৮ রান।


এরপর বক্সিং ডে টেস্টেও সুযোগ পেলেও ব্যাট হাতে ছিলেন একেবারে নিষ্প্রভ। ভারতের কাছে ৮ উইকেটে হারা ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন মোটে ৪ রান।


গোলাপি বলের টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বক্সিং ডে টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরে সফরকারীরা। আগামী ৭ জানুয়ারি সিডিনিতে শুরু হবে তৃতীয় টেস্ট। আর ১৫ জানুয়ারি ব্রিসবেনে হবে চতুর্থ ও শেষ টেস্ট।


শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, ময়জেস হেনরিকস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball