ওয়েডকে অমনোযোগী করতেই পান্তের এমন কাণ্ড

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তকে ‘মুটু’ বলে সম্বোধন করেছিলেন ম্যাথু ওয়েড। ঠিক কি কারণে তিনি এমনটা বলেছিলেন সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। পরবর্তীতে জানা গেছে ওয়েডকে ব্যাটিংয়ে অমনোযোগী করে তুলতে উইকেটের পিছনে দাঁড়িয়ে অনবরত কিছু একটা বলছিলেন পান্ত।
‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড
৯ সেপ্টেম্বর ২৫
এই পথ অবলম্বন করার কারণেই পান্তকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ওয়েড। চতুর্থদিন ম্যাচ শেষে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টাইমস নাওকে জানিয়েছেন, ওয়েড এমন কিছু খুঁজছিল যাতে সে খেলায় মনোযোগ দিতে পারে। তবে তেমনটি করতে দিতে চান নি পান্ত।
এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমার মনে হয় ওয়েড সম্ভবত কোনো রকম আলোচনা বা ব্যানার খুঁজতেছিল যাতে সে খেলায় আরও মনোনিবেশ করতে পারে। তবে আমি এটা তাকে দিতে চাইনি।’

ঘটনার সূত্রপাত হয়েছিল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে। তখন ব্যাট করছিলেন ওয়েড। যখনই সে স্ট্রাইক প্রান্তে আসছিলেন তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে কথা বলে ওয়েডের মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিলেন তিনি।
জবাব দেয়ার এটাই ছিল একমাত্র উপায়: অভিষেক
৩ ঘন্টা আগে
একটা সময় পান্তের ওপর অসন্তুষ্ট হয়ে বলে বসলেন, ‘তোমার কি ২০-২৫, নাকি ৩০ কেজি ওজন বেশি? তুমি কি বড় পর্দায় নিজেকে দেখেছ? পর্দায় তোমাকে খুব হাস্যকর দেখায়।’
যা শুনেছে টিভি সেটে চোখ রাখা অগণিত দর্শক। তৃতীয় দিনের খেলা শেষে ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে ওয়েড জানিয়েছিলেন, ‘ও সব সময়ই হাসতে থাকে। খুব বেশি কিছু সে বলেনি। কিন্তু আমার দিকে তাকিয়ে শুধু হাসে। জানি না এখানে কী এমন মজার জিনিস সে দেখেছে! তাহলে বলব, নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে।’