এটা নয়, লর্ডসের সেঞ্চুরিই সেরা: রাহানে

 সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। রান আউট হওয়ার আগে ১১২ রানের অধিনায়োকচিত ইনিংস খেলেছেন তিনি। মূলত রাহানের এই সেঞ্চুরির কারণেই প্রথম টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্টে চালকে আসনে ভারত।


নিঃসন্দেহেই এই ইনিংসটি রাহানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস। কিন্তু ভারতের এই ডানহাতি ব্যাটসম্যানের কাছে এর তাৎপর্য একটু কমই। কেননা ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১০৩ রানের ইনিংসটিই তাঁর কাছে বিশেষ কিছু।


সেবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে রাহানের ব্যাটে ভর করেই স্বাগতিকদের ৯৫ রানে পরাজিত করেছিল সফরকারীরা। পুরো সিরিজে ঐ একটি ম্যাচেই জিততে পেরেছিল ভারত। কেননা একটি ড্র ও তিনটিতে পরাজিত হয়ে সিরিজই হারতে হয়েছিল তাদের।


promotional_ad

তৃতীয় দিনের ম্যাচ শেষে তাই রাহানে লর্ডসের ঐ ইনিংসটাকেই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস মানছেন। এ প্রসঙ্গে রাহানে বলেন, 'আমার সেঞ্চুরিটি সত্যিই আমার কাছে বিশেষ কিছু। সেঞ্চুরি করাটা সবসময়ই একটু অন্যরকম অনুভূতির জন্ম দেয়। তবে আমার এখনো মনে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরিটাই আমার কাছে সেরা।'


তৃতীয় দিন শেষে দ্বিতীয় টেস্ট জয়ের দ্বারপ্রান্তেই দাড়িয়ে আছে ভারত। কেননা ১৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতেই বাকি ৪ উইকেট নিলে জয়টা আরো সহজ হয়ে যাবে রাহানের দলের।


যদিও তৃতীয় দিনের শুরুতে দৃষ্টিকটুভাবে রান আউট হয়ে ১১২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন ভারতের অধিনায়ক। সেই রান আউটের রিভিউয়ের আগে নিজেকে সুরক্ষিত ভাবলেও বড় পর্দায় দেখা যায় সুরক্ষিত লাইন অতিক্রম করতে পারেননি রাহানে। আফসোসে না পুড়লেও তৃতীয় দিন শেষে এমন ধারণার কথাই জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে রাহানে আরো বলেন, 'খেলাটি এখনো শেষ হয়নি। এখনো আমাদের চার উইকেট নিতে হবে। ঐ রান আউটটির ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে আমি ভিতরেই ছিলাম। রান আউটের পর আমি জাদেজাকে বলেছিলাম এটি উদ্বীগ্ণ না হতে। আমি শুধু তাকে তাঁর সহজাত খেলাটাই চালিয়ে যেতে বলেছি।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball