বুমরাহ-অশ্বিনের কাছেই নাকাল অস্ট্রেলিয়া

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড
৯ সেপ্টেম্বর ২৫
জসপ্রিত বুমরাহ পেস এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ঘুর্ণিতে নাকাল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। যা কি-না বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে তাঁদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ১৯৮১ সালে বক্সিং ডে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানে অলআউট হয়েছিল অজিরা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল অস্ট্রেলিয়া। মাত্র ৩৮ রানেই দুই টপঅর্ডার ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরে গেছেন জো বার্নস। আরেক ওপেনার ম্যাথু ওয়েড ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।
অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ৩০ রানে ফিরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর বিদায়ের পর কোনো রান না করেই আউট হয়েছেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে সবসময়ই দারুণ ব্যাটিং করেন সময়ের অন্যতম এই ব্যাটসম্যান। তবে এবারের টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি।

টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে এই প্রথম শূন্য রানে আউট হয়েছেন স্মিথ। এছাড়া এই প্রথম কোনও টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হলো সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। স্মিথের বিদায়ের পর দলের হাল ধরেন মার্নাস ল্যাবুশেন এবং ট্রাভিস হেড।
৬ বছর পর আবারও বেঙ্গলের সভাপতি গাঙ্গুলি
২৮ মিনিট আগে
এই দুজনের জুটিতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো অস্ট্রেলিয়া। তবে শতরানের জুটি গড়ার আগেই তাদের জুটিতে আঘাত হানেন বুমরাহ। ৯২ বলে ৩৮ রান করে হেড ফিরে গেলে ভাঙে তাদের দুইজনের ৮৬ রানের জুটি। তাঁর বিদায়ের পর দীর্ঘস্থায়ী হতে পারেননি ল্যাবুশেনও। ফিরেছেন ১৩২ বলে ৪৮ রান করে।
তাঁদের দুইজনের বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান থিতু হতে পারেনি। অধিনায়ক টিম পেইন এবং ক্যামেরন গ্রিন জুটি গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৫ রানে থামে অজিরা। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ আর তিন উইকেট নিয়েছেন অশ্বিন।
শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট ৩৬ রান তুলেছে ভারত। শূন্য রানে মায়াঙ্ক আগারওয়ালকে সাজঘরে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। ২৮ রানে অপরাজিত আছেন অভিষিক্ত শুভমান গিল। আর তাকে সঙ্গ দিচ্ছেন ৭ রানে অপরাজিত থাকা চেতেশ্বর পূজারা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৫/১০ (ওভার ৭২.৩) ( মার্নাস ল্যাবুশেন ৪৮, ট্রাভিস হেড ৩৮, বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫)
ভারতের প্রথম ইনিংস: ৩৬/১ (ওভার ১১) ( শুভমান গিল ২৮*, পূজারা ৭*, মিচেল স্টার্ক ১/১৪)