আমার কাজই কথা বলবে : চেতন শর্মা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট

৬ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

চেতন শর্মাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাঁর নেতৃত্বেই বেছে নেওয়া হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল। তিনি ক্রিকেটার নির্বাচনে কতটা সন্তোষ্ট করতে পারবেন বা দায়িত্ব কতটা ভালো পালন করতে পারবেন সেটা নিয়ে বুলি ছড়াতে চান না। তিনি মনে করেন, কথা নয় কাজই তাঁর পক্ষে কথা বলবে।


চেতনের সঙ্গে নির্বাচক হিসেবে মনোনীত হয়েছেন আরও দুই সাবেক পেসার-আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি। বৃহস্পতিবার এই তিন সাবেক পেসারকে বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)।


promotional_ad

এই ৩জন ছাড়াও সুনীল যোশি ও হারবিন্দর সিংও পাঁচজনের এই নির্বাচক কমিটির সদস্য। এবছরের মার্চে বাকি এই দুজনকে দায়িত্ব দেয়া হয়েছিল। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভারতের সাবেক এই পেসার।


বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে চেতন বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সেবায় আবার অংশ নিতে পেরে আমি ধন্য। আমি কম কথা বলি, আমার কাজ আমার হয়ে কথা বলবে। ধন্যবাদ বিসিসিআইকে এমন সুযোগ দেওয়ার জন্য।’


ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক শিকারি বোলার চেতন। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ বলে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে এই গৌরবময় অর্জনের পাশাপাশি তার নামের যুক্ত আছে আরেকটি ঐতিহাসিক ঘটনা।


১৯৮৬ শারজায় অনুষ্ঠিত অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে চেতনের করা শেষ বলেই ছক্কা মেরেছিলেন জাভেদ মিয়াঁদাদ। যে ছক্কা পাকিস্তান এনে দিয়েছিল শিরোপা। এরপরের বছর একই ফরম্যাটে তিনি হ্যাটট্রিক করেছিলেন।


ভারতের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। তাই বোর্ডের সংবিধান অনুযায়ী বাকিদের থেকে বেশি টেস্ট খেলার কারণেই চেয়ারম্যান করা হয় তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball