আইপিএল শেষ ব্রাভোর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আর খেলা হচ্ছে না ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। কুচকির ইনজুরিতে (গ্রোইন ইনজুরি) ছিটকে পড়েছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত ১৭ অক্টোবরের ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ব্রাভো। সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন ডান কুচকিতে গ্রেড ওয়ান টিয়ার ইনজুরিতে ভুগছেন ব্রাভো। আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের বিমান ধরবেন তিনি।

তবে ব্রাভোর বদলী কে হচ্ছেন সেটি নিয়ে এখনও কিছু বলেননি বিশ্বনাথান। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। বিশ্বনাথান বলেন, 'ব্রাভো কুচকির ইনজুরিতে ছিটকে পড়েছে। সে আগামীকাল দেশে ফিরে যাবে। তাঁর কোনো বদলী লাগবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।'
এর আগে আইপিএলের শুরুর দিকে হাঁটুর ইনজুরির কারণে খেলা হয়নি ৩৭ বছর বয়সী ব্রাভোর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসর থেকে এই ইনজুরি বয়ে আনেন তিনি। এবার নতুন চোটে আইপিএলই শেষ হয়ে গেল এই ক্যারিবিয়ানের।
ছিটকে যাওয়ার আগে চেন্নাইয়ের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন ব্রাভো। যেখানে ৮.৫৭ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করেন তিনি। তবে ব্যাট হাতে মাত্র দুই বার নামার সুযোগ পান এই অলরাউন্ডার। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছেন ৭ রান।
ব্রাভোর দল চেন্নাই সুপার কিংসও অবশ্য খুব একটা ছন্দে নেই চলমান আইপিএলে। গত আসরের রানার্স আপ দলটি নিজেদের ফিরে পেতে রীতিমত ধুঁকছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মহেন্দ্রা সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।