কোহলির টেস্ট দল ভারতের সর্বকালের সেরা: গাভাস্কার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান সময়ে টেস্টে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ এখন ভারতের। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জাস্প্রিত বুমরাহরা দলের বোলিং লাইন আপে অনেক বেশি ভারসাম্য এনে দিয়েছেন। এ কারণেই কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা বলতে কোনও দ্বিধা নেই ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের।


বর্তমান ভারতীয় দলের সবচেয়ে বড় অর্জন ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। এছাড়া কোহলির অধীনে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত।


promotional_ad

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এসব সাফল্যের কারণেই এই ভারতীয় দলকে সেরা মানছেন গাভাস্কার। সম্প্রতি ইন্ডিয়া টুডে’র ই-কনক্লেভ ইনস্পিরেশন সিরিজে বলেছেন গাভাস্কার।


গাভাস্কার বলেন, ‘আমি বিশ্বাস করি, দলীয় ভারসাম্যের দিক দিয়েই হোক, সামর্থ্যের দিক দিয়ে হোক, স্কিল বা মেজাজ-এটাই ভারতের এ যাবতকালের সেরা দল। এর চেয়ে ভালো দল তো আমি আর দেখি না।'


‘এই দলের যে বোলিং আক্রমণ তা যেকোনও উইকেটে ম্যাচ জেতাতে পারে। এদের কন্ডিশনের সাহায্যের দরকার নেই। ব্যাটিংয়ের দিক দিয়ে বলতে গেলে ১৯৮০’র দশকে দলগুলোর সঙ্গে মিল আছে। কিন্তু ওই দলগুলো বিরাটের দলের বোলারদের মতো বোলার পায়নি’।


ভারতের ৭১ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তি বলেছেন, এই দলটির ব্যাটিংও দারুণ যা এই মুহূর্তে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে যেকোনো কন্ডিশনে বেশি রান করার সামর্থ্য রাখে।


গাভাস্কার আরও বলেন, ‘আপনাকে রানও করতে হবে। এটা আমরা ২০১৮ সালে ইংল্যান্ডে দেখেছি। দক্ষিণ আফ্রিকায় দেখেছি ২০১৭ সালে। আমরা হয়তো প্রতিবারই ২০টি উইকেট নিতে পেরেছি, কিন্তু যথেষ্ট রান করতে পারিনি। কিন্তু এখন মনে করি আমাদের সেই ব্যাটিংটাও আছে যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান এনে দিতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball