দ্বিতীয়তে ওঠার সুযোগ মুশফিকের সামনে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশের হয়ে এখন পর্যন্ত মোট ৭৫টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলে ৫৫টি ডিসমিসাল করেছেন টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। যেখানে তাঁর ক্যাচ এবং স্ট্যাম্পিং সংখ্যা যথাক্রমে ২৯ ও ২৬টি।
বর্তমানে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে চতুর্থ স্থানে আছেন মুশফিক। তাঁর সামনে এখন রয়েছেন দীনেশ রামদিন, কামরান আকমল এবং মহেন্দ্র সিং ধোনি।

তবে উইন্ডিজদের বিপক্ষে চলমান টি টুয়েন্টি সিরিজেই রামদিন এবং আকমলকে টপকে দ্বিতীয়তে উঠে আসার সুযোগ থাকছে মুশফিকের সামনে। এর জন্য তাঁকে আর মাত্র ৬টি ডিসমিসাল করতে হবে।
কেননা মোট ৬৮টি ম্যাচে উইন্ডিজ উইকেটরক্ষক রামদিনের ডিসমিসাল সংখ্যা ৫৮টি। আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্যারিয়ারে মোট ৩৮টি ক্যাচ ধরেছেন তিনি এবং স্ট্যাম্পিং করেছেন ২০টি।
অপরদিকে পাকিস্তানি উইকেটরক্ষক আকমলের ৫৮ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ৬০টি। তাঁর রয়েছে ২৮টি ক্যাচ এবং ৩২টি স্ট্যাম্পিংয়ের অভিজ্ঞতা।
তবে ৯৩টি ম্যাচে ৮৭ ডিসমিসাল নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতীয় উইকেটরক্ষক ধোনি। অভিজ্ঞ এই উইকেটরক্ষকের ক্যাচ সংখ্যা ৫৪টি এবং স্ট্যাম্পিং করেছেন ৩৩টি।
এছাড়া তালিকার পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। মোট ৬৫টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে ৫৪টি ডিসমিসাল রয়েছে তাঁর। ২৬টি ক্যাচ এবং ২৮টি স্ট্যাম্পিংয়ের কৃতিত্ব রয়েছে শাহজাদের।