ইয়াসিরের বোলিং ঘুর্নিতে সিরিজে সমতা পাকিস্তানের

ছবি: পাকিস্তান দল

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়াসির শাহর বোলিং ঘুর্নিতে দুবাই টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস এবং ১৬ রানের ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা এনেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান মাত্র ৪ রানের ব্যবধানে হেরেছিল।
এদিকে, আগের দিনের ২ উইকেট হারিয়ে ১৩১ রান করা নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ৩১২ রান করে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান টম লাথাম অর্ধশতক তুলে নিয়ে আউট হয়েছেন।
টেইলর ফিরেছেন ৮২ রান করে। এরপর হেনরি নিকোলাসের ৭৭ রান ছাড়া আর কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। ফলে দলটি বড় হারের লজ্জায় পড়ে। পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ একাই নিয়েছেন ৬ উইকেট।
৩টি উইকেট গেছে হাসান আলীর ঝুলিত। ১টি উইকেট নিয়েছেন বিলাল আসিফ। এরআগে পাকিস্তানের করা ৪১৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ৯০ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়েছিল।

যার ফলে ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছে কিউইদের। সবশেষ ২০০৫ সালে পাকিস্তান কোনো দলকে ইনিংস হারের লজ্জা দিয়েছিল। সেবার দলটি প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
এই ম্যাচে দুই ইনিংসে ১৪ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ইয়াসির শাহ। যা সাদা পোষাকের ক্রিকেটে কোনো লেগ স্পিনারের তৃতীয় সেরা বোলিং পরিসংখ্যান। ইয়াসির ১৮৪ রানের বিনিময়ে ১৪ উইকেট নিয়েছেন।
এই তালিকায় সবার উপরে আছেন সাবেক ভারতীয় স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। তিনি দখল করেছিলেন ১৬ উইকেট। আর ১৪ উইকেট নিয়ে এই তালিকার দুই নম্বরে অনিল কুম্বলে। তিনি খরচ করেছিলেন ১৪৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- পাকিস্তান (ব্যাটিং)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ৪১৮/৫ (হারিস ১৪৭, বাবর ১২৭*, আজহার ৮১; গ্র্যান্ডহোম ৪৪/২)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ৯০/১০ (রাভাল ৩১ ও উইলিয়ামসন ২৮*; ইয়াসির ৮/৪১)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ৩১২/১০ (ফলো অন) (টেইলর ৮২, ল্যাথাম ৫০ ও নিকোলাস ৭৭; ইয়াসির ৬/১৪৩)