অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্মিথ-ওয়ার্নার!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে খেলছেন না নিষিদ্ধ অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের ক্রিকেটারদের সাহায্য করতে একটুও পিছপা হননি তাঁরা। ভারতীয় ব্যাটসম্যানদের কিভাবে প্রতিহত করা সম্ভব সে বিষয়ে বোলারদের পরামর্শ দিতেই নেট অনুশীলনে উপস্থিত হয়েছেন ওয়ার্নার। জানা গেছে স্মিথও যোগ দিবেন দুই-এক দিনের মধ্যেই।
কেপটাউনে বল বিকৃতি কাণ্ডে নিষিদ্ধ হওয়া সাবেক অধিনায়ক স্মিথ এবং সহঅধিনায়ক ওয়ার্নার দলে না থাকায় এ বার ভারতের সামনে সে দেশে প্রথম টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে হাজির ছিলেন তাঁদের সাবেক সহঅধিনায়ক।

মূলত জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের বিরুদ্ধে নেটে ব্যাট করে তাঁদের টেস্টের জন্য তৈরি হতে সাহায্য করবে এই জুটি।
এই প্রসঙ্গে অজি পেসার মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলেন, 'ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে ওরা আমাদের বলে দেবে, কোন জায়গায় ঠিক বা ভুল হচ্ছে। ওদের মতো ব্যাটসম্যানের চেয়ে ভাল বিশ্লেষণ আর কে করতে পারবে?'
তবে দলের পক্ষ থেকেই স্মিথকে নেটে আসার প্রস্তাবটা প্রথম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টার্ক। দলকে সাহায্য করার সুযোগ হাতছাড়া করেননি স্মিথ, আনন্দিত হয়ে এক কথায় রাজিও হয়ে যান তিনি।
'আমরা যখন ওকে বলি, আমাদের নেটে এসো, তখন ভীষণ খুশি হয় স্মিথ। এক কথায় রাজি হয়ে যায়। স্মিথকে আমাদের নেটে পেলে সেটা দারুণ ব্যাপার হবে। ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরা কেমন বোলিং করছি, সে ব্যাপারে ওর মতামতটা নেওয়া খুবই জরুরি।'
উল্লেখ্য, আগামী ৬ই ডিসেম্বর এডিলেডে সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া।