১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মুনাফ

ছবি: মুনাফ প্যাটেল; ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল। এর মধ্যে দিয়ে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।
মুনাফ সবশেষ দেশের জার্সিতে খেলেছেন ২০১১ সালের ৬ জুলাই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। অবসরের ঘোষণা দিয়ে মুনাফ বলেছেন, বিশেষ কোনো কারণ নেই। নিজেকে এখন ফিট রাখতে পারছেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘‘কোনও বিশেষ কারণ নেই। বয়স হচ্ছে, ফিটনেসও আগের মতো নেই। নতুন প্রজন্ম সুযোগের জন্য অপেক্ষা করছে। এটা ভাল দেখায় তার পরও আমার সেখানে থেকে যাওয়া। আর সব থেকে বড় বিষয় হল কোনও প্রেরণা নেই।''
ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়াকেই উল্লেখ করেছেন। ‘‘আমি ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলাম। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।''
এই ডান হাতি মিডিয়াম পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লম্বা সময় খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সবশেষ গুজরাট লায়ন্সের জার্সি গায়ে দেখা গিয়েছিল তাকে। অবসরের আগে পর্যন্ত তিনি খেলেছেন ১৩টি টেস্ট, ৭০টি ওয়ানডে ম্যাচ।
টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন মোটে ৩টি। ঘরোয়া ক্রিকেটে তিনি মাঠ মাতিয়েছেন বরোদা ও গুজরাটের হয়ে। প্রথম শ্রেনীর ক্রিকেটে ৬৯টি ম্যাচে ২৩১টি উইকেট নিয়েছেন তিনি ২৪.৪৮ গড়ে।