মেলবোর্নের সঙ্গে চুক্তি নবায়ন করলেন নবি

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিগ ব্যাশের মৌসুমের জন্য মেলবোর্ন রেনেগেডসের সাথে চুক্তি নবায়ন করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবি। শুক্রবার তাঁর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রেনেগেডস কর্তৃপক্ষ।
বিগ ব্যাশের সপ্তম আসরে রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছিলেন নবি। যেখানে পুরো টুর্নামেন্টে মাত্র ৫.৭৬ ইকোনমি রেটে বোলিং করেছিলেন তিনি। সেই সঙ্গে ৮ উইকেট নিয়েছিলেন তিনি যার বেশীর ভাগই ছিল পাওয়ার প্লে'তে।

গেল মৌসুমে রেনেগেডসকে সেমি ফাইনালে নিয়ে জাওয়ার পেছনে বড় অবদান ছিল তাঁর। মেলবোর্ন ডার্বিতে ম্যাচজয়ী ৩০ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু আন্তর্জাতিক সূচি থাকার কারণে সেমিফাইনালে অ্যাডিলেডের বিপক্ষে আর খেলা হয়নি তাঁর।
নবির পাশাপাশি আরও দুই আফগান স্পিনার থাকছেন এবারের বিগ ব্যাশে। আগের দল অ্যাডিলেড স্টাইকার্সের হয়ে খেলবেন রশিদ খান এবং ব্রিসবেন হিটের হয়ে প্রথম বার মাঠে নামবেন মুজিব উর রহমান।
নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানেকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন স্টার্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে লামিচানে যোগ দেয়ার পড় ইংলিশ লেগ স্পিনার ম্যাট পার্কিন্সন তাঁর পরিবর্তে দলে যোগ দিবেন।
এদিকে লেগ স্পিনার হিসেবে ক্যামেরন বয়জকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। যিনি আগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন।