এখনো ফাইনাল খেলা সম্ভবঃ মাশরাফি

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসের পারদ অনেকটাই নিচে নেমে গিয়েছে বাংলাদেশের। যদিও টুর্নামেন্টে টিকে থাকার দৌড়ে এখনও কিছুটা আশা জিইয়ে আছে টাইগারদের। 


এর জন্য তাদেরকে জয় পেতে হবে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে। আর সেই লক্ষ্য নিয়েই এগোতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


promotional_ad

ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছেন এখনই হতাশ না হয়ে বাকি ম্যাচগুলোতে গুরুত্ব দেয়া উচিৎ,


'আমার কাছে মনে হয় এখনো সম্ভব (ফাইনাল খেলা)। এত হতাশ হওয়ার কিছু নেই। আমরা দুইটি ম্যাচে হারব, এটা কেউই চায় নি। ফলাফলটা হতাশার, বিশেষ করে এই ম্যাচের ফলাফলটা একটু বেশি হতাশার। কারণ গত ম্যাচের তুলনায় আজকের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ ছিল।'


আফগানিস্তানের বিপক্ষে ২৩শে সেপ্টেম্বর আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সেই ম্যাচটিকেই পাখির চোখ করছে মাশরাফি। জানিয়েছেন আফগানদের হারাতে পারলে ২৬ তারিখ পাকিস্তানকে হারানোর সুযোগও চলে আসবে। টাইগার অধিনায়কের ভাষ্যমতে,  


'আমরা আজও ব্যাটিং করা কলাপ্স করেছি, অবশ্যই হতাশার। আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনে আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে, পাকিস্তানের সাথে ম্যাচে।'


উল্লেখ্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ৭ উইকেটে পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বিবর্ণ এক বাংলাদেশকে দেখা গিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball