অতীত অতীতইঃ মিথুন

অনুশীলনে মিথুন আলী, ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এবছরের শুরুতে বাংলাদেশ দলে ফিরেছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মিথুন আলী। শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সেই ফাইনালে আনামুল হক বিজয়ের জায়গায় খেলেছিলেন তিনি।


সেই সিরিজের পর মিথুন আবারও ফিরেছেন জাতীয় দলে। সুযোগ হয়েছে ১৬ সদস্যের এশিয়া কাপ স্কোয়াডে। আর আট মাস পর ফের জাতীয় দলে সুযোগ পাওয়া মিথুন জানালেন,


অতীত নিয়ে পড়ে থাকার পক্ষপাতি নন তিনি। বরং অতীতের কথা না ভেবে সামনের সুযোগগুলোর সদ্ব্যবহার করতে চান এই ব্যাটসম্যান। রবিবার তিনি জানান,


promotional_ad

'যেটি অতীতে চলে গিয়েছে সেটি চিন্তা করলে আসলে সামনে খুব বেশি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা কম। সুতরাং যেটি চলে গিয়েছে তা গিয়েছেই। সেটি তো আর ফেরত আনতে পারবো না আমি। সামনে যে সুযোগটি আসবে সেটির সম্ভাব্য ব্যবহার করার জন্য চেষ্টা করবো।'


সেই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে দল জায়গা হয়নি তাঁর। কিন্তু হতাশ হননি মিথুন, আয়ারল্যান্ড সিরিজে 'এ' দলের হয়ে খেলেছেন অসাধারণ।


ওয়ানডে সিরিজে দুটি ফিফটির পাশাপাশি টি-টুয়েন্টি সিরিজেও খেলেছেন ৩৯ বলে ৮০ রানের ঝড় ইনিংস। আর এর সুবাদেই জায়গা করে নিয়েছেন আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে।


তবে মিথুন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দল সব পর্যায়ের ক্রিকেটেই ভালো খেলার লক্ষ্য থাকে তাঁর। তবে আন্তর্জাতিক ক্রিকেট কম খেলার কারণে তাঁকে এ নিয়ে অনেক বেশি হোমওয়ার্ক করতে হচ্ছে তাঁকে।


'আমি ব্যক্তিগতভাবে সবসময়ের কথা ভেবে কাজ করতে পছন্দ করি। শুধু যে একটি সিরিজের জন্য আলাদাভাবে তৈরি হব এমনটি নয়। আমি সবসময় চেষ্টা করি তৈরি থাকার এবং শুধু যে জাতীয় দলের জন্যই তৈরি হই তা নয়, আমাদের ঘরোয়া লীগেও খেলতে হয়। সেখানে একটি দল আমাকে টাকা দেয়। সুতরাং একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমারও দায়িত্ব তাদেরকে শতভাগ দেয়া। তাই আমি সবসময় তৈরি থাকি।


'আর অবশ্যই যখন জাতীয় দলে আসি তখন নতুন কোন প্রতিপক্ষের সাথে খেলতে গেলে তাদের অনেক নতুন বোলার থাকে। সেগুলো নিয়ে অনেক হোমওয়ার্ক করতে হয়। আন্তর্জাতিক ম্যাচ আসলে আমার খুব বেশি খেলার সুযোগ হয়নি যে আমি সবাইকে পড়ে ফেলব। চেষ্টা করি আমি যখন দলে সুযোগ পাই তখন আবার নিজের হোমওয়ার্কগুলো করার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball