শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগাররা

ছবি:

নিদাহাস ট্রফিতে অংশ নিতে রবিবার দুপুরে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় উদ্দেশ্যে দেশ ছাড়ে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগাররা।
ইনজুরির কারণে আসন্ন এই ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত সময় কাটালেও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ শনিবার রাতে ঢাকায় ফেরেন। রবিবার দলের সঙ্গে তিনিও শ্রীলঙ্কার বিমান ধরেছেন।

মাহমুদুল্লাহ ছাড়া পিএসএল খেলতে যাওয়া বাকি তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান দুবাই থেকে সরাসরি কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন।
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি২০ সিরিজ নিদাহাস ট্রফি। আসন্ন এই সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত।
নিদাহাস ট্রফির বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ (ভারপ্রাপ্ত অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।