রশিদের ঘূর্ণিতে সিরিজে এগিয়ে গেল আফগানরা

ছবি:

শারজাহ'তে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আজগর স্টানিকজাইয়ের দল।
ম্যাচটিতে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে দলপতি গ্রেম ক্রিমার। ক্রিমারের সিদ্ধান্ত মতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে হারিয়ে বসে তারা।
এরপর তিন নম্বরে নামা ব্রেন্ডন টেইলর এবং আরেক ওপেনার সলমন মিরে মিলে দলের হাল ধরেন। কিন্তু দলীয় ৪৪ রানের মাথায় এই দুইজনকে হারিয়ে বিপাকে পড়ে ক্রিমারের দল।

এরপর ক্রেগ আরভাইন এবং সিকান্দার রাজা মিলে দলের পক্ষে গুরুত্বপূর্ণ রান স্কোরবোর্ডে যোগ করেন। ক্রিমার ৩৯ এবং রাজা ৩৮ রান করে বিদায় নিলে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি আর কোন ব্যাটসম্যান।
শেষের দিকে দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ১৫ রান যোগ করেন ব্রায়ান ভেটরি। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে স্কোরবোর্ডে ১৫৪ রান যোগ করতেই অলআউট হয় গ্রেম ক্রিমারের দল।
আফগানদের হয়ে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন লেগ স্পিনার রশিদ খান। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানের মাথায় দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ এবং ইনসানউল্লাহকে হারালেও রাহমত শাহ এবং নাসির জামালের ব্যাটে রান তুলতে থাকে আফগানরা।
দুইজনই দেখে শুনে খেলে তুলে নেন ফিফটি। রহমত শাহ ৫৬ এবং নাসির জামাল ৫১ করে ফিরলেও অভিজ্ঞ মোহাম্মদ নবির অপরাজিত ১৮ এবং নাজিবুল্লাহ জাদরানের ৮ রানের উপর ভর করে ২৭.৩ ওভারে ৬ উইকেটের জয় তুলে নেয় আফগানরা।