চিটাগংয়ের উইকেট নিয়ে ম্যাচ রেফারির দুয়ারে হাথুরু

ছবি:

চিটাগং টেস্টের উইকেট নিয়ে শ্রীলঙ্কানরা মোটেও সন্তুষ্ট ছিল না। ম্যাচ শেষে চিটাগংয়ের উইকেটকে টেস্ট ম্যাচের অনুপযোগী বলেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারাত্না।
সাধারনত উপমহাদেশের উইকেট শুরুর দুই থেকে তিন দিন ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে। শেষের দুই দিন উইকেটে স্পিন ধরে। চিটাগংয়ে সেটা হয় নি। পঞ্চম দিনেও উইকেট থেকে তেমন ফায়দা নিতে পারেনি বোলাররা।
শেষ পর্যন্ত ফলাফল শুন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। এদিকে চিটাগংয়ের উইকেটের এই হাল দেখে চুপ থাকেন নি বাংলাদেশের সাবেক ও শ্রীলঙ্কার বর্তমান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

চিটাগং স্টেডিয়ামের চিফ কিউরেটর জাহিদ রেজা বাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। পিচের কন্ডিশন ইচ্ছা করেই বদলে ফেলা হয়েছে বলে অভিযোগ হাথুরুর। চিটাগং টেস্টের ম্যাচ রেফারি ও সাবেক অজি লিজেন্ড ডেভিড বুনের কাছে কয়েকদফা অভিযোগ করেছে হাথুরু।
পিচের কন্ডিশন বদলে ফেলতে কি ধরনের ঝাড়ু ব্যবহার করা হয়েছে সেটা খতিয়ে দেখার আবদার করেছেন চণ্ডিকা। অথচ কিউরেটর জাহিদ রেজা ম্যাচের প্রতিদিন উইকেটের পরিচর্যার রিপোর্ট ম্যাচ রেফারির কাছে জমা দিয়েছেন।
ম্যাচ রেফারি ডেভিড বুন অবশ্য রিপোর্ট খতিয়ে দেখে সন্দেহজনক কিছুই পায় নি।