দলে ফিরলেন সাব্বির, জায়গা ধরে রাখলেন রাজ্জাক

ছবি:

ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার সিরিজের প্রথম টেস্ট শেষ হওয়ার ঘন্টা খানিক পরই দল ঘোষণা করেন নির্বাচকরা।
ঢাকা টেস্টের জন্য দলে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে তাকে দলে নেয়া হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে থাকলেও ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে পেসার রুবেল হোসেনকেও। সানজামুল এবং রুবেলের কপাল পুড়লেও দ্বিতীয় টেস্টের টাইগার স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

চট্টগ্রাম টেস্টে দলে জায়গা না পাওয়ার কারণে আগেই ঢাকা ফিরে এসেছিলেন আব্দুর রাজ্জাক। ছিলেন মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তবে আবারও সুযোগ পাওয়ার কারণে দ্রুত দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
অন্যদিকে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছেনা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। তাই দ্বিতীয় টেস্টেও টাইগারদের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তানবীর হায়দার, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক।