মমিনুলের কাছে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির মহত্ত্ব বেশী

ছবি:

প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানোর কীর্তি গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের চট্টগ্রাম টেস্টে এই কীর্তি গড়েন তিনি।
প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৫ রান। সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি পঞ্চম দিনের শুরুতে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে তিনি টেনেও তুলেছেন।

তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের কাছে প্রথম ইনিংসের সেঞ্চুরির চেয়ে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটাই বেশী মূল্যবান। এমনটাই জানিয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্ট ড্র করার পর বাঁহাতি এই ব্যাটসম্যান এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে এমনটাই জানান তিনি। মমিনুল বলেন,
‘আমি দ্বিতীয় ইনিংসেরটা এগিয়ে রাখব। কারণ ওটা ম্যাচ বাঁচানো ইনিংস ছিলো।’ এদিকে প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাঁকানোর পর মমিনুল যেভাবে উজ্জাপন করেছিলেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়ে তেমনটা করেননি।
তবে দ্বিতীয় ইনিংসের শতককে গুরুত্বপূর্ণ দাবি করে বাঁহাতি এই ব্যাটসম্যান আরও জানান,'আসলে ওইরকম ভাবে চিন্তা ভাবনা করিনি... সেকেন্ড ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। আসলে আপনি যে প্রশ্ন করলেন এর উত্তর আমার কাছে নাই’ (হাসি)