ফের মমিনুলে লড়ছে বাংলাদেশ

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ, প্রথম ইনিংসঃ
৫১৩ অল আউট (১২৯.৫ ওভার) মমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদুল্লাহ ৮৩*।
হেরাথ ৩/ ১৫০, লাকমল ৩/ ৬৮।
শ্রীলঙ্কা, প্রথম ইনিংসঃ
৭১৩/৯ ডিক্লে (১৯৯.৩ ওভার ) কুশল মেন্ডিস ১৯৬, ধনঞ্জয় ডি সিলভা ১৭৩ এবং রোশেন সিলভা ১০৯।
তাইজুল ৪/ ২১৯, মিরাজ ৩/১৭৪।

বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসঃ
১০১/৩ (৩১ ওভার) মমিনুল হক ৫০*, লিটন ৩৩*
বাংলাদেশের সাবধানী শুরু-
চট্টগ্রাম টেস্টের পঞ্চম অর্থাৎ শেষ দিন যে বেশ কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। বিশেষ করে চতুর্থ দিনের শেষ বেলায় পিছিয়ে থাকা বাংলাদেশের তিন ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে চাপে পড়ে রিয়াদের দল। দুই ওপেনার তামিম-ইমরুল উইকেট জমে আউট হওয়ার পর মুশফিকের বিদায়ে দেয়ালে পিঠ ঠেকে বাংলাদেশের।
সেখান থেকে ৭ উইকেট হাতে রেখে ১১৯ রানে পিছিয়ে থেকে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে শেষ দিন ব্যাটিংয়ে নেমে শুরুটা সাবধানী ভঙ্গিতেই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হক ও লিটন কুমার দাস। ঝুঁকিহীন ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর ১০০ এর কোটা ছাড়িয়ে গেছে প্রথম সকালেই। ইনিংসের ৪১তম ওভারে লিটন ও মমিনুল জুটির ফিফটি পূর্ণ করে।
আবার মমিনুলঃ
৪৩তম ওভারে এসে ফিফটির দেখা পান মমিনুল হক। স্পিনারদের উপর চড়াও হয়ে ৭৮ বলে ফিফটি তুলে নেন তিনি। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ফিফটি পূর্ণ করেন তিনি।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।