দলের কোচ ডেমিয়েন রাইট এবং অধিনায়ক সাইফ হাসানের চোখের মণি টাইগারদের অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেইন ধ্রুব।
এই স্পিন অলরাউন্ডারকে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মানছেন রাইট এবং সাইফ। সম্প্রতি আইসিসির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডেমিয়েন রাইট এবং সাইফ হাসানকে এমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান আফিফ প্রসঙ্গে জানান, "আমরা দিনের অনেকটা সময় একসাথে কাটাই, সে (আফিফ) খুবই ভালো ক্রিকেটার। আপনি বলতে পারেন সে আমাদের ট্রাম্প কার্ড।
আফিফের অফ স্পিন এবং আক্রমণাত্মক শট খেলার প্রবণতা মুগ্ধ করেছে দলের কোচ ডেমিয়েন রাইটকেও। আফিফকে ঘিরেই চলতি যুবা বিশ্বকাপে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
রাইটের ভাষায়, "আফিফ অসম্ভব গুনী একজন ক্রিকেটার। তার মধ্যে কিছু জন্মগত প্রতিভা আছে। সে খুব ভালো একজন অফস্পিনারও বটে। আর ফিল্ডার হিসেবেও সে অসাধারণ।
"আর তার ব্যাটিং প্রতিভা নিয়ে না বললেই নয়! সে খুব সুন্দর শট খেলতে পারে। বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে তার দারুণ সময় যাচ্ছে। সে অবশ্যই সীমিত ওভারের ক্রিকেটের সেরাদের একজন।"