এক ম্যাচে ছয় সেঞ্চুরি!

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ২২৬ রান স্কোরবোর্ড তুলেছিলো ইস্ট জোন।
এরপরই আম্পায়াররা ম্যাচের ফলাফল ড্র ঘোষণা করেন। ইস্ট জোনের পক্ষে শেষ দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার মেহেদি মারুফ এবং তাসামুল হক।মারুফ ১১২ এবং তাসামুল ১০৮ রান নিয়ে ক্রিজে অপরাজিত থাকেন।
এর আগে শেষ দিন প্রথম সেশনে ৭ উইকেটে ৩৫২ রান নিয়ে খেলা শুরু করে সেন্ট্রাল জোন। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ইরফান শুক্কুর এবং তানবির হায়দার মিলে দিনের শুরুটা দেখে শুনেই করেন।

কিন্তু ব্যক্তিগত ৩০ রানে বিদায় নেন ইরফান। ইরফান বিদায় নিলেও ৫০ তুলে নেন তানবির। আবু হায়দার রনির সঙ্গে জুটি বেঁধে দলকে ৪০০ রানের পুঁজি এনে দেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত ৪২৮ রানে অলআউট হতে হয় সেন্ট্রাল জোনকে। ইস্ট জোনের পক্ষে সোহাগ গাজী একাই নেন ১৪৬ রান দিয়ে ৭ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সেঞ্চুরিতে বিনা উইকেটে ২২৬ রান স্কোরবোর্ডে তোলে ইস্ট জোন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইস্ট জোন। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান চার ব্যাটসম্যান। তাঁরা হলেন, লিটন কুমার দাস (১১২), জাকির হাসান (২১১),ইয়াসির আলী (১৩২) এবং অলোক কাপালি (১৬৫)। সেন্ট্রাল জোনের পক্ষে শুভাগত হোম ৩টি এবং আবু হায়দার রনি নেন ২টি করে উইকেট।