ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ শেষ লঙ্কান বিধ্বংসী ওপেনারের

আন্তর্জাতিক
ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ শেষ লঙ্কান বিধ্বংসী ওপেনারের
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

ইনজুরি দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না শ্রীলংকা ক্রিকেট দলকে। ত্রিদেশীয় সিরিজ শুরুর পর পরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে যান তিনি। 

পরবর্তীতে দেশেও ফেরত যান এই লঙ্কান। এবার ম্যাথিউসের পর ইনজুরিতে পড়লেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় সাইড স্ট্রেনে আঘাত পান এই বাঁহাতি ব্যাটসম্যান।

যদিও ইনজুরি নিয়েই খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। ব্যক্তিগত ৪৯ রানে আউট হলেও দলকে সিরিজের প্রথম জয়ের ভিত গড়ে দেন এই ওপেনার। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুশল।

তার পরিবর্তে লঙ্কান দলে যোগ দিয়েছেন আরেক ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা। যিনি সর্বোশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লঙ্কান দলে ছিলেন। যদিও সেই সিরিজে ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়।

ইনজুরি থেকে সেরে না উঠার কারণে ভিরাট কোহলিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লঙ্কান দলে ছিলেন না তিনি। এবার কুশল ইনজুরিতে পড়ার কারণে দলে ডাক পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আর দলের হয়ে এখন পর্যন্ত মোট ১৭টি ওয়ানডে খেলেছেন এই ডানাহতি ব্যাটসম্যান। সর্বশেষ গেল বছরের জুনে লঙ্কানদের হয়ে রঙিন জার্সিতে মাঠে নেমেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। 

অধিনায়ক ম্যাথিউস ইনজুরিতে পড়ার কারণে লঙ্কানদের অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। আর ওপেনার কুশল পেরেরার পরিবর্তে সিরিজের বাকি ম্যাচগুলোতে ওপেনিংয়ে দেখা যেতে পারে নিরোশান ডিকওয়েলাকে।

আরো পড়ুন: this topic