তিন নম্বরের 'স্মার্ট' সাকিবে মুগ্ধ তামিম

আন্তর্জাতিক
তিন নম্বরের 'স্মার্ট' সাকিবে মুগ্ধ তামিম
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ওয়ানডে দলে তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে কম পরীক্ষা নিরীক্ষা করেনি বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই এই পজিশনে ব্যাটিং করেছেন অনেকেই। তবে সফলতার আলো দেখেননি কেউ।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রায় তিন নম্বরের দায়িত্ব আসে সাব্বির রহমানের কাঁধে। তবে লাভ হয়নি তাতেও। শেষ পর্যন্ত নতুন বছরে এই দায়িত্ব নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান ত্রিদেশীয় সিরিজে তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করছেন সাকিব।

জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বোলিংয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আর এই পজিশনে সাকিবের প্রতি অগাধ বিশ্বাস দলের ওপেনার তামিম ইকবালের। সোমবার সাংবাদিক সম্মেলনে তামিম তিন নম্বরে সাকিবের সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, 

"সাকিব যখন নরমালি চার বা পাঁচে আসতো। অনেক সময় এমন হতো যে বাংলাদেশে ৪০ রানে ৩ উইকেট নাই। এমনও হতো যে ৩ উইকেটে ২০০। কিন্তু যখন তিনে ব্যাট করবে তখন সেটা অনেক গুরুত্বপূর্ণ।

"এমনকি ইনিংসে দ্বিতীয় বলেই আপনাকে খেলতে হতে পারে। আবার এমনও হতে পারে আপনি ২৫ ওভার পর নামছেন। আমার কাছে মনে হয় সে খুব স্মার্ট ক্রিকেটার।"

তবে সাকিবকে এই পজিশনে এতো দ্রুত বিচার করতে চান না তামিম। "সে (সাকিব) এই পজিশনে এখনি পারফেক্ট কিনা এটা বলার জন্য এটা খুব আর্লি। আমি যেটা বলতে পারে সে সামর্থ্য রাখে। সে জানে কি করতে হবে।"


আরো পড়ুন: this topic