ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব

আন্তর্জাতিক
ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

টি-টেন লীগের প্রথম সেমিফাইনালে রবিবার সন্ধ্যায় মাঠে নামেছে ইয়ন মরগান-সাকিব আল হাসানের কেরেলা কিংস এবং ইমাদ ওয়াসিমের মারাঠা অ্যারাবিয়ান্স।  ম্যাচটিতে টসে জিতে মারাঠাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিংস দলপতি ইয়ন মরগান।

মরগানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৭ রান তুলে ইমাদ ওয়াসিমের দল। ৯৮ রানের লক্ষ্যে শুরুতে চ্যাডউইক ওয়াল্টনকে হারালেও ইয়ন মরগান এবং পল স্টার্লিংয়ের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে কেরেলা।

একপ্রান্ত থেকে মারাঠার বোলারদের উপর তান্ডব চালান অধিনায়ক মরগান।

তুলে নেন ফিফটি। পল স্টার্লিং ১৭ রান করে ফিরে যাওয়ার পর জয় থেকে পাঁচ রান দূরে থাকা অবস্থায় মরগান বিদায় নেন ৩২ বলে ৫৩ রান করে। একই ওভারে পোলার্ডও ফিরে যান ০ রান করে।

পোলার্ডের বিদায়ে ক্রিজে নামেন সাকিব আল হাসান। কিন্তু কোন রান না করেই ০ বল খেলে রান আউটের শিকার হয়ে নিদায় নেন এই বাঁহাতি। 

আরো পড়ুন: this topic