সূর্যকুমারের কঠোর শাস্তি চায় পাকিস্তান

আন্তর্জাতিক
সূর্যকুমারের কঠোর শাস্তি চায় পাকিস্তান
সূর্যকুমার যাদব (বামে) ও সালমান আলী আঘা (ডানে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ এনেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে তারা। পাকিস্তানের সামা টিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।

দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে সূর্যকুমারের শাস্তি এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি তোলে পিসিবি। তবে পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে পাইক্রফট দুঃখ প্রকাশ করায় প্রথম দাবিটি প্রত্যাহার করে তারা।

সূর্যকুমার যাদবের মন্তব্য প্রসঙ্গে পিসিবি বলছে, তাঁর বক্তব্য কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছে। সংবাদ সম্মেলনে সূর্য বলেছিলেন, 'আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়ে বড়। আমাদের সরকার ও বিসিসিআই, আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।'

তিনি আরও বলেছিলেন, 'আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি। তাঁদের পরিবারের সঙ্গে আমাদের সংহতি আছে। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যাঁরা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন। তাঁরা সব সময় আমাদের অনুপ্রেরণা যোগান।'

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় এবং ম্যাচ শেষে পাকিস্তান দলের কারও সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে পিসিবি জানায়, ম্যাচ রেফারির নির্দেশেই দুই অধিনায়ক হাত মেলাননি এবং পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে ২৫ জন ভারতীয়। ভারত সরকারের দাবি, পাকিস্তানের মদদপুষ্ট একটি গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাল্টা হামলা চালায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আরো পড়ুন: সূর্যকুমার যাদব