আবারো অস্ট্রেলিয়া দলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া স্টইনিস

মার্কাস স্টইনিস, ফাইল ফটো
ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও হার মানতে হয় মার্কাস স্টইনিস এবং তার দলকে। সেই ম্যাচে হারলেও দারুণ ইনিংসে সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফিরেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পেতে পারেন তিনি।

promotional_ad

গত বছরের ফেব্রুয়ারি মাসে আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন স্টইনিস। দীর্ঘদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার চুক্তি নেই। নভেম্বরের পর থেকে তিনি দেশের কোনো ম্যাচে খেলেননি, ফলে আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় ছিল। এবার নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে ফিরে সেই অনিশ্চয়তা কিছুটা কাটল।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও

৬ ফেব্রুয়ারি ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, আইসিসি

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকছেন না ক্যামেরন গ্রিন। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করার পরও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি তিনি। নিজের অলরাউন্ডার ভূমিকা ফিরে পেতে তিনি ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন।


promotional_ad

পিঠের চোট থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবেই খেলা শুরু করেছেন স্টইনিস। তবে সামনের অ্যাশেজ সিরিজের জন্য বোলিংয়ে ফেরার অনুমতি পেয়েছেন তিনি।


আরো পড়ুন

টেস্টের জন্য আন্তর্জাতিক টি–টোয়েন্টি ছেড়ে দিলেন স্টার্ক

২২ ঘন্টা আগে
মিচেল স্টার্ক, ফাইল ফটো

এদিকে অস্ট্রেলিয়ার এই সফরের আগে মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন। পিঠের সমস্যার কারণে দলের বাইরে রয়েছেন প্যাট কামিন্স। গত বিশ্বকাপের পর তারা দুজনই এই ফরম্যাটে খেলেননি। তবে জশ হ্যাজেলউড এই সিরিজের দলে আছেন।


স্ত্রীর সন্তানের জন্মদান উপলক্ষে থাকছেন না পেসার ন্যাথান এলিস। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিও দলে নেই। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্ট এবং ব্যাটার মিচেল ওয়েন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৪ অক্টোবর।


নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জ্যাভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়াসুইশ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাকওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball