টেস্টের জন্য আন্তর্জাতিক টি–টোয়েন্টি ছেড়ে দিলেন স্টার্ক

মিচেল স্টার্ক, ফাইল ফটো
টেস্ট ক্রিকেট এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই পেসার আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

promotional_ad

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন স্টার্ক। ২০১২ সালে অভিষেকের পর এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার শিকার করেছেন ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।


আরো পড়ুন

বিশ্রামে কামিন্স-স্টার্ক, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন

৩০ জুলাই ২৫
প্রথমবারের মতো ওয়ানডে দলে মিচেল ওয়েন, ফাইল ফটো

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টার্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ২০ রানে চার উইকেট। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি।


promotional_ad

অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক বলেন, 'টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।'


আরো পড়ুন

অ্যাশেজে খেলতে ঝুঁকি নিতে রাজি কামিন্স

২০ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স

২০২৬ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সময়সূচি, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফর এবং ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ। এ ছাড়া ২০২৭ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক টেস্ট এবং বছরের মাঝামাঝিতে আছে অ্যাশেজও।


তিনি আরও বলেন, '২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।'


স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। সম্প্রতি তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং ভবিষ্যতে আরও টি-টোয়েন্টি লিগে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball