এশিয়া কাপে গিল-আইয়ারদের থাকা নিয়ে ধোঁয়াশা

শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার
এশিয়া কাপের দল চূড়ান্ত করতে মঙ্গলবার মুম্বাইয়ে আলোচনায় বসছেন ভারতীয় দলের নির্বাচকরা। তবে পছন্দ অনুযায়ী দল গোছাতে হিমশিম খেতে হতে পারে ভারতকে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক শুভমান গিল ও মোহাম্মদ সিরাজকে বেছে নিতে কঠিন পরীক্ষায় পড়বেন নির্বাচকরা।

promotional_ad

গিল সেই সিরিজে ৭৫০ রানের বেশি করেছেন। তার উপরে আছেন শুধু সুনীল গাভাস্কা। তবে সেই টেস্ট সিরিজের পারফরম্যান্স টি-টোয়েন্টি ফরম্যাটে বিবেচনা আসবে না সেটাই স্আবাভাবিক। গিল আইপিএলেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন, প্রায় ৬৫০ রান করেছিলেন।


আরো পড়ুন

ভারতের এশিয়া কাপ দলে চমক, সহ-অধিনায়ক গিল, নেই জয়সাওয়াল

১১ মিনিট আগে
শুভমান গিল ও ইয়াসভি জয়সাওয়াল

তিনি আইপিএলে খেলেন বিশেষজ্ঞ ওপেনার হিসেবে। নির্বাচকরা ওপেনার হিসেবে অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের ওপরই ভরসা রাখতে পারে। তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনায় থাকতে পারেন গিল। তবে ইয়াসভি জয়সাওয়ালও সেই জায়গার যোগ্য দাবিদার।


ফলে মধুর সমস্যায় পড়তে পারেন ভারতীয় নির্বাচকরা। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে শিয়া কাপে দেখা যাবে সেটা প্রায় নিশ্চিত। তবে আপাতত এগিয়ে আছেন জয়সাওয়াল। এমনও হতে পারে যে দুজনের কেউই থাকবেন না, তবে টেস্ট অধিনায়ক হিসেবে গিলকে ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবছেন গৌতম গম্ভীর। তার সুপারিশ দরজা খুলে দিতে পারে গিলের জন্য।


promotional_ad



আরো পড়ুন

‘এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে না’

২ ঘন্টা আগে
বিরাট কোহলির সঙ্গে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

দলের বাকি ব্যাটারদের মধ্যে থাকছেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং, আরেকটি ব্যাটিং জায়গা এখনো ফাঁকা। সেই জায়গার জন্য লড়াইয়ে আছেন শিভম দুবে ও ওয়াশিংটন সুন্দর। তবে আইপিএল ফাইনালিস্ট পাঞ্জাব কিংসকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ার সেখানে হয়তো সুযোগ পাচ্ছেন না।


সে ক্ষেত্রে সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে দেশের নায়ক হয়ে ওঠা সিরাজও দলে জায়গার লড়াইয়ে পিছিয়ে পড়তে পারেন। কারণ বিশ্বের সেরা পেসার হিসেবে ধরা হয় যশপ্রীত বুমরাহকে, তিনিই ভারতের পেস আক্রমণ সামলাবেন।


আর্শদীপ সিং এবং প্রসিধ কৃষ্ণা বা হার্ষিত রানা – দুজনের একজন কিংবা দুজনই থাকতে পারেন স্কোয়াডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ শেষ ওভার করা হার্দিক পান্ডিয়াও থাকবেন পেস আক্রমণে। অভিজ্ঞ মোহাম্মদ শামি, যিনি ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি (ইংল্যান্ডের বিপক্ষে) একাদশে ছিলেন, এবার বিবেচনায় আসার সম্ভাবনা কম।


স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই এবং সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। ফেব্রুয়ারির সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ওয়াশিংটন সুন্দরও জায়গা পেতে পারেন, যদিও তা নিশ্চিত নয়। এখন অপেক্ষা নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball