রশিদের চাইতেও কম বয়সে নেতৃত্ব দিয়ে ভুকুসিচের ইতিহাস

ছবি: জাক ভুকুসিচ, ফাইল ফটো

গত বৃহস্পতিবার সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ভুকুসিচের। ম্যাচটি খেলেন তিনি ১৭ বছর ৩১১ দিন বয়সে। এটি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্বের রেকর্ড।
৬৫০ উইকেটের মাইলফলকে রশিদ
৭ আগস্ট ২৫
এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে। ২০২২ সালে চেক রিপাবলিকের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন ভুকুসিচ।

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কত্বের রেকর্ড রয়েছে রশিদ খানের নামে। ২০১৮ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ১৬৫ দিনে ওয়ানডে ও ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিনে টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি।
ভুকুসিচের নেতৃত্বে সাইপ্রাসের বিপক্ষে বৃহস্পতিবার দুটি ম্যাচ খেলে দুটিতেই হারে ক্রোয়েশিয়া। তবে অলরাউন্ড পারফরম্যান্স ছিল তার চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে বল হাতে ৪১ রানে এক উইকেট ও ব্যাট হাতে করেন ৩২ বলে ৪৩ রান। দ্বিতীয় ম্যাচে ২৩ রান করার পাশাপাশি নেন দুই উইকেট।
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের একাডেমিতে যোগ দিয়েছেন ভুকুসিচ। বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা এই ক্রিকেটার ক্রোয়েশিয়ার ক্রিকেটে ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।