বিশ্বকাপের ৬ মাস আগেই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি চূড়ান্ত

ছবি: অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালসহ অন্যান্য ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মার্শ। তবে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে ওপেনিং ভূমিকা নিয়ে আত্মবিশ্বাসী। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ওপেন করেন তিনি।
৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ
২৯ জুলাই ২৫
সম্প্রতি সংবাদমাধ্যমে মার্শ বলেন, 'আগামী দিনগুলোতে আমি ও হেডি ওপেন করব। আমরা একসঙ্গে অনেক খেলেছি, দারুণ বোঝাপড়া আছে, সেখান থেকেই শুরু করব।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একসঙ্গে তারা এখনও ওপেন না করলেও ওয়ানডেতে এই জুটির পারফরম্যান্স সন্তোষজনক। ওয়ানডেতে কেবল ৫ ইনিংসেই মার্শ ও হেড জুটি গড়েছেন ৭০.৫০ গড়ে ২৮২ রান।
বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ছক্কায় ডেভিডের ৮৩, অস্ট্রেলিয়ার জয়
১৪ ঘন্টা আগে
সব ফরম্যাট মিলে ১৪ ইনিংসে তাদের মোট রান ৫০৪, যেখানে রয়েছে একটি শতক ও তিনটি অর্ধশতক রানের জুটি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে কার্যকর ওপেনিং জুটিগুলোর মধ্যে এটি একটি।
ডেভিড ওয়ার্নারের অবসরের পর একাধিক ক্রিকেটারকে দিয়ে ওপেনিংয়ে পরীক্ষা চালিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাথু শর্ট, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা জেক ফ্রেজার-ম্যাকগার্ক কেউই নিয়মিত পারফরম্যান্স করতে পারেননি। শেষ পর্যন্ত মার্শ ও হেড জুটিকেই বিশ্বকাপ পরিকল্পনার মূল অংশ হিসেবে নিচ্ছে দলটি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজের বোলিং নিয়ে আপাতত খুব বেশি ভাবছেন না মার্শ। যদিও ভবিষ্যতে বল হাতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্শ বলেন, 'এই মুহূর্তে আমি বোলিং করছি না, তবে এটা সবসময়ের জন্য নয়। আপাতত সিরিজ বাই সিরিজ পরিকল্পনা করবো। আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।'