বিশ্বকাপের ৬ মাস আগেই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি চূড়ান্ত

অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মাঝে ওপেনিং জুটি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, তিনি এবং ট্রাভিস হেড বিশ্বকাপ পর্যন্ত ওপেনিংয়ে দায়িত্ব পালন করবেন।

promotional_ad

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালসহ অন্যান্য ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মার্শ। তবে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে ওপেনিং ভূমিকা নিয়ে আত্মবিশ্বাসী। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ওপেন করেন তিনি।


আরো পড়ুন

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

২৯ জুলাই ২৫
আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

সম্প্রতি সংবাদমাধ্যমে মার্শ বলেন, 'আগামী দিনগুলোতে আমি ও হেডি ওপেন করব। আমরা একসঙ্গে অনেক খেলেছি, দারুণ বোঝাপড়া আছে, সেখান থেকেই শুরু করব।'


promotional_ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একসঙ্গে তারা এখনও ওপেন না করলেও ওয়ানডেতে এই জুটির পারফরম্যান্স সন্তোষজনক। ওয়ানডেতে কেবল ৫ ইনিংসেই মার্শ ও হেড জুটি গড়েছেন ৭০.৫০ গড়ে ২৮২ রান।


আরো পড়ুন

বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ছক্কায় ডেভিডের ৮৩, অস্ট্রেলিয়ার জয়

১৪ ঘন্টা আগে
৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার নায়ক টিম ডেভিড

সব ফরম্যাট মিলে ১৪ ইনিংসে তাদের মোট রান ৫০৪, যেখানে রয়েছে একটি শতক ও তিনটি অর্ধশতক রানের জুটি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে কার্যকর ওপেনিং জুটিগুলোর মধ্যে এটি একটি।


ডেভিড ওয়ার্নারের অবসরের পর একাধিক ক্রিকেটারকে দিয়ে ওপেনিংয়ে পরীক্ষা চালিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাথু শর্ট, গ্লেন ম্যাক্সওয়েল কিংবা জেক ফ্রেজার-ম্যাকগার্ক কেউই নিয়মিত পারফরম্যান্স করতে পারেননি। শেষ পর্যন্ত মার্শ ও হেড জুটিকেই বিশ্বকাপ পরিকল্পনার মূল অংশ হিসেবে নিচ্ছে দলটি।


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজের বোলিং নিয়ে আপাতত খুব বেশি ভাবছেন না মার্শ। যদিও ভবিষ্যতে বল হাতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্শ বলেন, 'এই মুহূর্তে আমি বোলিং করছি না, তবে এটা সবসময়ের জন্য নয়। আপাতত সিরিজ বাই সিরিজ পরিকল্পনা করবো। আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball