ভারতের এই দলকে হারানো কঠিন: স্টোকস

ম্যাচের একটি মুহূর্তে বেন স্টোকস, ফাইল ফটো
পরপর দুই টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। লর্ডসের পর ম্যানচেস্টারেও সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু পুরস্কার পেলেও এবার আর আনন্দ পাননি তিনি। কারণ ম্যাচ জিততে পারেনি তার দল।

promotional_ad

ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট এবং ব্যাট হাতে শতরান করেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এমন কীর্তি গড়েন এই অলরাউন্ডার। পারফরম্যান্সে নেতৃত্ব দিলেও ভারতের বিপক্ষে জয় না আসায় যেন তার পুরস্কারটাই হয়ে গেছে অর্থহীন।


আরো পড়ুন

টেস্টে ‘ইনজুরি বদলি’ চাওয়া গম্ভীরের, ‘হাস্যকর’ বলছেন স্টোকস

৩ ঘন্টা আগে
বেন স্টোকস (বামে) ও গৌতম গম্ভীর (ডানে), ফাইল ফটো

স্টোকস বলেন, 'একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম, তা হলে এই পুরস্কারের গুরুত্ব ছিল। জিততে পারিনি। এর কোনও দাম নেই।'


ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩১১ রানের লিড পেলেও ভারতের দৃঢ়তায় ম্যাচ জেতা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে ভারতের ১৪৩ ওভারের ব্যাটিং এবং মাত্র ৪ উইকেট পড়া ইংল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দেয়।


promotional_ad

স্টোকস বলেন, 'ওয়াশিংটন ও জাদেজা যে ভাবে খেলল তা অসাধারণ। দু’-এক বার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ভারতের এই দলকে হারানো কঠিন। ওরা সেটা প্রমাণ করেছে।'


আরো পড়ুন

ইংল্যান্ডের শেষ টেস্টের দলে ওভারটন

১৭ মিনিট আগে
জেমি ওভারটন

পঞ্চম দিনে লোকেশ রাহুলকে আউট করে ইংল্যান্ডের আশা তৈরি করেন স্টোকস। শুভমন গিলকেও কিছুটা বিপদে ফেলেন। কিন্তু জাদেজা ও ওয়াশিংটনের বিপক্ষে সেই চাপ ধরে রাখা সম্ভব হয়নি।


স্টোকস আরো বলেন, 'ডানহাতি ব্যাটারদের জন্য পিচে অসমান বাউন্স ছিল। সেটা কাজে লাগাচ্ছিলাম। কিন্তু বাঁহাতিদের জন্য সেটা ছিল না। তাই ওদের সমস্যায় ফেলতে পারিনি।'


পুরো টেস্টে ইংল্যান্ড ২৫৭ ওভার বল করে, যার বেশিরভাগই চার মূল পেসারকে করতে হয়। ক্লান্তি স্পষ্ট ছিল বোলারদের মধ্যে। সেই কারণে শেষ দিকে বল দেওয়া হয় জো রুট ও হ্যারি ব্রুককে।


এ নিয়ে স্টোকস বলেন, 'এই টেস্টে বোলারদের শরীরের উপর প্রচুর ধকল গিয়েছে। তাই শেষ দিকে ঝুঁকি নিতে চাইনি। বোলারেরা শারীরিক ভাবে কোন জায়গায় আছে তা দেখতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball