সিরিজ স্থগিতের পর বাংলাদেশ থেকে এসিসি সভা সরাতে চায় ভারত

ছবি: এসিসি মিটিংয়ে জয় শাহ

বাংলাদেশের মাটিতে সিরিজ স্থগিতের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট
১৫ ঘন্টা আগে
বৈঠকটি আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেন্যু পরিবর্তন না হলে এই সভা থেকেই নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি।’
এসিসির সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী এশিয়া কাপ মাঠে গড়াতে পারে ৫ সেপ্টেম্বর থেকে। আর ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সূচি রাখা হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এই বিশ্ব আসরকে সামনে রেখে এশিয়া কাপও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপের আয়োজক ভারত হলেও এই টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয়।