ভারতের ব্যাটিং ধ্বসের দায় গম্ভীরকে দিচ্ছেন কার্তিক

আন্তর্জাতিক
ভারতের ব্যাটিং ধ্বসের দায় গম্ভীরকে দিচ্ছেন কার্তিক
গৌতম গম্ভীর ও ঋষভ পান্ত, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একটা সময় ৪৩০ রানে তিন উইকেট ছিল ভারতের। সেখান থেকে মাত্র ৪১ রানে শেষ সাত উইকেট হারিয়ে ৪৭১ রানে অলআউট হয়ে যায় দলটি। ঋষভ পান্ত ১৩৪ রান করে আউট হওয়ার পরই নামে ধ্বস। দ্রুত ভেঙে পড়ে মিডল থেকে ভারতের লোয়ার অর্ডার।

জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হন পান্ত। ইনিংসের ওই সময় পান্তের ব্যাটিং মনোভাব ছিল অনেকটাই রক্ষণাত্মক। কয়েকটি বল ছেড়ে দেন, যেগুলোর একটিতে বল গিয়ে লাগে প্যাডে। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। অথচ তার আগে পান্ত খেলছিলেন অনেক বেশি স্বাধীনভাবে। ছন্দে থাকা অবস্থায় খেলছিলেন বড় বড় শটও।

ওই ম্যাচে ধারাভাষ্য দেয়া দীনেশ কার্তিক মনে করেন, ভারতের এই ব্যাটিং ধ্বসের পেছনে কোচ গৌতম গম্ভীরের ভূমিকা আছে। কার্তিক বলেন, 'পান্তকে নির্দেশ পাঠানোর পর সে খেলার ধরন বদলে ফেলল। তার আগে ও ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। কিন্তু আমার মনে হয়, ওকে সাবধানে খেলার নির্দেশ পাঠানো ঠিক হয়নি। এতে ও চাপে পড়ে গেল। তাতেই আউট হয়ে গেল।'

কার্তিক আরও বলেন, দলের কোচদের বুঝে সিদ্ধান্ত নেয়া উচিত, সব ব্যাটারকে একভাবে নির্দেশনা দেয়া যায় না। তার মন্তব্য, 'কোচকে বুঝতে হবে, কখন নির্দেশ পাঠানো উচিত। সব ব্যাটারকে নির্দেশ দেয়া উচিত নয়। স্বাভাবিক খেলতে দেয়া উচিত। নির্দেশ দিলে তাদের উপর চাপ পড়ে। পান্তও তাদের দলেই পড়ে।'

পান্ত আউট হওয়ার পর ভারতের ইনিংস বেশিক্ষণ টেকেনি। বাকিরা দ্রুত আউট হয়ে যান। সেই ধসের জন্য দায় কার, সেটাই তুলেছেন কার্তিক। তার প্রশ্ন, 'পান্ত আউট হওয়ার পর পুরো দল অল আউট হয়ে গেল। এর দায় কে নেবে?'

এই ম্যাচে পান্ত ছাড়াও ভারতের হয়ে সেঞ্চুরি করেন ইয়াশভি জয়সাওয়াল এবং শুভমান গিল। ইনিংসে তিন সেঞ্চুরির পরও ভারত করে মাত্র ৪৭১ রান। জবাবে অলি পোপের অপরাজিত একশ রানে তিন উইকেটে ২০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

আরো পড়ুন: দীনেশ কার্তিক