দলে ফিরেই প্রোটিয়াদের ফাইনালের একাদশে এনগিডি

আন্তর্জাতিক
দলে ফিরেই প্রোটিয়াদের ফাইনালের একাদশে এনগিডি
লুঙ্গি এনগিডি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট দলে ফেরার আট মাস পর একাদশে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিডি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে নিয়ে খেলবে সাউথ আফ্রিকা। সবশেষ টেস্টের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এনেছে দলটি।

লর্ডসে বুধবার শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগের চক্রে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও খেলছে ফাইনালে। সাউথ আফ্রিকা ম্যাচের আগের দিন ঘোষণা করেছে তাদের একাদশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা কিউনা মাফাকাকে ফাইনালের স্কোয়াডেই রাখেনি সাউথ আফ্রিকা।

তার জায়গায় দলে এসেছেন এনগিডি। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেছিলেন এনগিডি। এরপর বাংলাদেশ সফরে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি। পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ‘কন্ডিশনিং ব্রেক’-এ ছিলেন। ওই সময়ে কুঁচকির চোট ধরা পড়ায় তাকে রাখা হয়নি পরবর্তী দুটি টেস্ট সিরিজে।

সেই চোট কাটিয়ে এ বছর সাদা বলের ক্রিকেটে ফেরেন এনগিডি। সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলেও খেলেছেন এবারের আসরে।

সাউথ আফ্রিকার একাদশে ওপেন করবেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। তিনে খেলবেন উইয়ান মুল্ডার। মিডল অর্ডারে থাকছেন অধিনায়ক টেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কিপার কাইল ভেরেইনি। একমাত্র স্পিনার হিসেবে দলে আছেন কেশভ মহারাজ। পেস বোলিং আক্রমণে এনগিডির সঙ্গে রয়েছেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সাউথ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনি (কিপার), মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

আরো পড়ুন: লুঙ্গি এনগিডি