টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিতের

ছবি: রোহিত শর্মা

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল। গত বছরটাই রোহিতের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কেটেছে। এই সময়ের মধ্যে ১৪ টেস্ট খেলে রোহিতের ব্যাট থেকে আসে ৬১৯। তাও মাত্র ২৪.৭৬ গড়ে। এমন পারফরম্যান্সের পরই চাপে ছিলেন রোহিত। ১১ বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে ৪০.৫৭ গড়ে রোহিত ৪ হাজার ৩১ রান করেছেন। এর মধ্যে ১২টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৮টি হাফ সেঞ্চুরিও।
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।’
রোহিতের নাম শুনলেই প্রথমে চোখে ভেসে আসে সীমিত ওভারের ক্রিকেটের ঝলমলে পারফরম্যান্স—তিনটি ডাবল সেঞ্চুরি, এক দিনের ক্রিকেটে রানের পাহাড়, আর আইপিএলের রাজত্ব। কিন্তু টেস্ট ক্রিকেটে রোহিতের যাত্রা ততটা সরল ছিল না। দীর্ঘ অপেক্ষা, ব্যর্থতা, আত্মবিশ্বাস হারানো এবং শেষে এক দুর্দান্ত প্রত্যাবর্তন—রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার যেন নিজেই এক গল্প।

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
১৪ ঘন্টা আগে
রোহিত শর্মার টেস্ট অভিষেক হয় ২০১৩ সালে, সেই ঐতিহাসিক সিরিজে যেখানে শচিন টেন্ডুলকার তার শেষ ম্যাচ খেলেন। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলে নিজের জাত চেনান রোহিত। মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টেও করেন সেঞ্চুরি। কিন্তু এরপর ধীরে ধীরে থেমে যায় সেই ধারাবাহিকতা। ব্যাটিং পজিশন, ফর্ম, এবং ফিটনেস—সব মিলিয়ে রোহিত যেন টেস্ট একাদশে জায়গা পাকা করতে পারছিলেন না।
২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত রোহিতের টেস্ট ক্যারিয়ার ছিল টুকরো টুকরো সুযোগে ভরা। ঘরের মাঠে কিছু ভালো ইনিংস থাকলেও বিদেশের মাটিতে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ব্যর্থ হওয়ায় তিনি দল থেকে ছিটকে পড়েন একাধিকবার।
রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৯ সালে, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে যখন তাকে প্রথমবারের মতো টেস্ট ওপেনার হিসেবে নামানো হয়। সেই সিরিজেই তিনি করেন টানা দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। সেই থেকে তিনি ভারতের নির্ভরযোগ্য টেস্ট ওপেনারে পরিণত হন।
বিশেষ করে ঘরের মাঠে রোহিতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। স্পিন বান্ধব কন্ডিশনে ফুটওয়ার্ক, ধৈর্য, এবং বড় ইনিংস খেলার ক্ষমতা তাকে আলাদা করেছে। ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির স্থলাভিষিক্ত হন। তার নেতৃত্বে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নেয় দুইবার। তবে শিরোপার স্বাদ পাননি রোহিত। তার টেস্ট ক্যারিয়ারে এটাই বড় আক্ষেপ হয়ে থাকবে।