এনসিএল টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ল ক্রিকেটারদের

বিসিবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ক্রিকেটের মতো টি-টোয়েন্টি সংস্করণেই ম্যাচ ফি পেয়ে থাকেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের ‘প্রথম আসরে’ ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন তারা। নতুন মৌসুমের আগে তাদের ম্যাচ ফি ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।

promotional_ad

টি-টোয়েন্টি খেলোয়াড় খোঁজার উদ্দেশ্য নিয়েই ২০২৪ সালের ডিসেম্বরে নতুন আঙ্গিকে শুরু হয় এনসিএল টি-টোয়েন্টি। ৮ দলের টুর্নামেন্টের প্রথম আসরের পুরোটা হয়েছে সিলেটে। নতুন মৌসুমে ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেয়ার আশায় ভেন্যু হিসেবে সিলেটের সঙ্গে রাজশাহী ও বগুড়াকেও যুক্ত করেছে বিসিবি। এ ছাড়া টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে দিবা-রাত্রির সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের পরিকল্পনাও আছে তাদের।


আরো পড়ুন

ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না ক্রিকেটাররা

১৬ ঘন্টা আগে
বিসিবি

এসবের পাশাপাশি ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতেও বদ্ধপরিকর বিসিবি। টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে রূপ দিতে প্রতিটি দলের জন্য হেলমেটও বরাদ্দও দেবে দেশের ক্রিকেট বোর্ড। এ ছাড়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোয়ও নজর দিয়েছে তারা। গত মৌসুমে ২৫ হাজার করে পেলেও নতুন মৌসুমে ৪০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন তারা। ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আসর থেকেই এটি কার্যকর করা হবে।


promotional_ad

এ প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম বলেন, ‘আমরা অবশ্যই ভালো উইকেটে খেলাতে চাই। টি-টোয়েন্টিতে যেন রান হয় ওই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট ও সুযোগ-সুবিধা আমরা ভালো দিতে যাচ্ছি। আপনারা জানেন গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার, সেটা আমরা ৪০ হাজার করেছি। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও আমরা বাড়ানোর চেষ্টা করছি।’


আরো পড়ুন

তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টি, ঢাকা ও চট্টগ্রামে নেই ম্যাচ

৭ আগস্ট ২৫
বিসিবি

এনসিএল টি-টোয়েন্টির গত আসরে চ্যাম্পিয়ন হওয়া রংপুর বিভাগ প্রাইজমানি হিসেবে পেয়েছেন ২০ লাখ। রানার্স আপ ঢাকা মেট্রো সেবার পেয়েছিল ১০ লাখ টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ১ লাখ টাকা এবং সেরা ব্যাটার ও বোলার পেয়েছেন ৫০ হাজার করে। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে প্রাইজমানি বাড়ানো হবে কিনা সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, প্রাইজমানি একই থাকতে পারে।


এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেটে অর্থাৎ চারদিনের ম্যাচের ফি বাড়ায়নি বিসিবি। জানা গেছে, নতুন চুক্তিতেও ৭৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন তারা। তবে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রতিটা ক্যাটাগরিতে ৫ হাজার টাকা করে বেতন বেড়েছে।


নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৪০ হাজার টাকা বেতন পাবেন। যা আগে ছিল ৩৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বেতন পাবেন ৩০ হাজার। প্রথম শ্রেণির ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে তা এখনো জানা যায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball