এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম

তামিম ইকবাল, বিসিবি
এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। লম্বা সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটা জানিয়েছেন।

promotional_ad

প্রায় পাঁচ মাস আগে সাভারে শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তামিম। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।


আরো পড়ুন

তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

২২ জুলাই ২৫
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল

তারপর লম্বা সময় ধরে চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তামিম। ঢাকায় ফিরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর সিঙ্গাপুরে ডাক্তারদের শরণাপন্ন হন ২০২৩ সালে বাংলাদেশ দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম। এই ব্যাপারে আকরাম বলেন, 'তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে।'


এবারের এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও। এনসিএলের এবারের আসরে খেলার জন্য ইতোমধ্যেই সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন বগুড়ার ছেলে মুশফিক।


promotional_ad

মাহমুদউল্লাহর ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আকরাম। তবে তার প্রত্যাশা এনসিএলের সংক্ষিপ্ত আসরে খেলতে দেখা যাবে সাবেক এই অলরাউন্ডারকেও। এমনকি মাঠেও অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ।


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১৪ জুলাই ২৫
বিসিবি

আকরাম বলেন, 'মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।'


২০২৩ সালে ঘটনাবহুল আফগানিস্তান সিরিজের পর অনেকটা আচমকা ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তারপর অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও খেলায় ফিরেন তিনি।


মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ওয়ানডে খেলে চূড়ান্ত অবসরে চলে যান তিনি। এরপর তার নেতৃত্বে ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জিতে ফরচুন বরিশাল।


সেই দলের হয়ে তামিমের নেতৃত্বে প্রথমবার বিপিএল শিরোপা জয়ের স্বাদ পান মুশফিক এবং মাহমুদউল্লাহ। মুশফিক জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেন কয়েকমাস আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে।


২০২২ সালেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টানেন তিনি। আর মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেন গত বছর, ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এরপর এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে মুশফিকের মতো বিদায় নেন মাহমুদউল্লাহও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball