আজ আইপিএল নিলামে উঠবেন আরও চার বাংলাদেশী

ছবি:

শেষ হয়েছে আইপিএলের ১১তম আসরের প্রথম দিনের নিলাম। প্রথম দিন শেষে সবদলই সন্তুষ্ট বলা যায়। নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে কোন প্রকার ছাড় দেয়নি কেউই।
নিলাম থেকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তাকে দলে নিতে ২ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে দলটি।
ফিজের পাশাপাশি সাকিব আল হাসানকে দলে টেনেছে টম মুডির দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে দলে নিতে রাজাস্থানের সাথে লড়াই করতে হয়েছে দলটিকে।

মোট দুই কোটি মূল্যে তাকে শেষ পর্যন্ত দলে নেয় হায়দ্রাবাদ। এদিকে এদিন সাকিব-মুস্তাফিজদের নিলামে উঠালেও বাংলাদেশের বাকি চার ক্রিকেটারকে সময়ের স্বল্পতার কারণে নিলামে তোলা সম্ভব হয়নি।
বাংলাদেশের চার ক্রিকেটার সহ আরও প্রায় ২০০'র উপর ক্রিকেটারকে আজ রবিবার নিলামে বিক্রির জন্য তোলা হবে।
বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, হার্ড হিটার সাব্বির রহমান ও পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু।