ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব বোলিংয়ে উইকেট শূন্য, হারল অ্যান্টিগা

ছবি: বল হাতে উইকেট পাননি সাকিব, ফাইল ফটো

ম্যাচে অবশ্য একটি ক্যাচ নেন সাকিব। ৫৪ বলে ৮২ রান করা শাই হোপের ক্যাচ নেন তিনি। জেইডেন সিলসের ফুল টসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন হোপ, যা লুফে নেন সাকিব।
সাকিবের উইকেট, ম্যাকয়ের তোপে ৮ রানের জয় অ্যান্টিগার
২১ আগস্ট ২৫
দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় গায়ানা। এরপর অবশ্য বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের জন্য পুরো ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। খেলা শুরু হলে দলীয় ৬৪ রানে কেভলন অ্যান্ডারসনের উইকেট হারায় গায়ানা।
এরপর ১০৬ রানের জুটি গড়েন হোপ-হেটমায়ার। হোপ ১৮ ওভারের শেষ বলে ফিরলেও হেটমায়ার শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৬ বলে ৬৫ রান করে। তার ইনিংসে ছিল পাঁচটি করে চার-ছক্কার মার।

টসের পরে বৃষ্টিতে ভেসে গেল সাকিবদের ম্যাচ
১৮ আগস্ট ২৫
শেষ দুই ওভারের মধ্যে ৮ বলে অপরাজিত ২৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে দুইশ পার করান রোমারিও শেফার্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে তিন উইকেট পড়লে উইকেটে নামেন সাকিব। যদিও সুবিধা করতে পারেননি তিনি।
পাওয়ার প্লে'র শেষ ওভারে শামার জোসেফের শর্ট পিচ ডেলিভারিতে পুল করে ফাইন লেগে ছক্কা হাঁকালেও এরপরের ওভারে ফিরে যান তিনি।
ইমরান তাহিরের ফুলার লেংথের বল সামনে এগিয়ে ক্রস ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পিংয়ের শিকার হয়ে দলের বিপদ বাড়ান সাকিব। সাত বলে আট রান করেন তিনি।
সাকিবদের দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ রান আসে কারিমা গোরের ব্যাটে। সাকিবকে সরিয়ে চারে নামা বেভন জ্যাকবস করেন ২৬ রান। এ ছাড়া উল্লেখ করার মতো রান করেননি কেউই। ২১ রান খরচায় পাঁচ উইকেট নেন তাহির। হেরেও পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যান্টিগা, পঞ্চম ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।