টানা তৃতীয়বার দ্য হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস

ছবি: টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের চ্যাম্পিয়ন্স ওভাল ইনভিনসিবলস, ফাইল ফটো

আগের দুই ফাইনাল ছিল হাড্ডাহাড্ডি। তবে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এবারের ফাইনালে দলটি একচেটিয়া দাপট দেখিয়েছে। উইল জ্যাকস ও জর্ডান কক্স দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রান যোগ করেন, যা দলের ১৬৮ রানের ভিত গড়ে দেয়। পরে নাথান সোউটার প্রথম সাত বলেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন।
কোহলিকে ছাড়িয়ে মালিককে ছোঁয়ার অপেক্ষায় ওয়ার্নার
১২ আগস্ট ২৫
এই তিনজনই টুর্নামেন্ট শুরুর প্রথম মৌসুম থেকেই ইনভিনসিবলস দলে আছেন। অধিনায়ক স্যাম বিলিংস ও কোচ টম মুডিও আছেন শুরু থেকে। দলটি মূলত ধারাবাহিকতা এবং একই কোর স্কোয়াডের ওপর নির্ভর করে এসেছে।
টস হেরে আগে ব্যাটিং নেমে ১৬তম বলে তাওয়ান্দা মুয়েয়ের উইকেট হারায় ওভাল। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। তারপর জ্যাকস-কক্সের ব্যাটে এগিয়ে যায় ওভাল। ২৮ বলে ৪০ রান করে ফিরে যান কক্স।

৪১ বলে ৭২ রান আসে জ্যাকসের ব্যাটে। দলীয় ১৪৮ রানের মধ্যে এই দুই ব্যাটার ফিরে গেলে তারপর আর সেভাবে রান বাড়েনি। স্যাম কারান ১০ বলে ১৫ করে ফিরলেও ডোনোভন ফেরেইরা ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নামা রকেটসের ব্যাটাররা শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে সময় পার করেন। দলটির হয়ে মূলত একাই লড়াই করেন মার্কাস স্টইনিস। ৩৮ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৪ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সাকিব মাহমুদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন একদম একশ'তম বলে। আট উইকেটে ১৪২ রানে থামে ২৬ রানে হারা দলটি। মূলত সোউটারের দারুণ স্পেলেই ম্যাচ থেকে ছিটকে যায় রকেটস। এরপর স্টইনিসের দাপটেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।