৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস

৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস, ফাইল ফটো
পুরুষ পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই নজির গড়েন তিনি।

promotional_ad

প্রথমে ব্যাট করে মানস্টার ২০ ওভারে তোলে ১৮৮ রান। রান তাড়ায় নেমে ১১ ওভারে পাঁচ উইকেটে ৭৮ রান করে নর্থ-ওয়েস্ট। ক্যাম্ফার বোলিংয়ে আসেন ১২তম ওভারে, যেখানে তার প্রথম চার বলে আসে ৯ রান। তবে শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নেন তিনি।


আরো পড়ুন

ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

১৩তম ওভার করেন বেন হোয়াইট। এরপর ১৪তম ওভারে আবার বোলিংয়ে ফিরে প্রথম বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার। বাকি দুটি বলেও উইকেট নিয়ে পাঁচ বলে পাঁচ উইকেটের কীর্তি গড়েন এই ডানহাতি। সবমিলিয়ে ২.৩ ওভারে ১৬ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স দেন তিনি।


জয়ের পর ক্যাম্ফার বলেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’


promotional_ad



আরো পড়ুন

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

১১ জুলাই ২৫
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর, ফাইল ফটো

ক্যাম্ফারের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটার থাকলে ছয় বলে ছয় উইকেট নিতে পারতেন কি না? সেই সম্ভাবনা অবশ্য নাকচ করে দেন ক্যাম্ফার, ‘না, আমার মনে হয় না।’


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট নেয়ার কীর্তিও আছে ক্যাম্ফারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। এই তালিকায় আরও আছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেল।


নারী ক্রিকেটে অবশ্য পাঁচ বলে পাঁচ উইকেট প্রাপ্তির ঘটনা আগেই দেখা গেছে। ২০২৩ সালে জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঈগলস উইমেনের বিপক্ষে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন কেনিস এনদোলোভু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball