৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস

ছবি: ৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস, ফাইল ফটো

প্রথমে ব্যাট করে মানস্টার ২০ ওভারে তোলে ১৮৮ রান। রান তাড়ায় নেমে ১১ ওভারে পাঁচ উইকেটে ৭৮ রান করে নর্থ-ওয়েস্ট। ক্যাম্ফার বোলিংয়ে আসেন ১২তম ওভারে, যেখানে তার প্রথম চার বলে আসে ৯ রান। তবে শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নেন তিনি।
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
১৩তম ওভার করেন বেন হোয়াইট। এরপর ১৪তম ওভারে আবার বোলিংয়ে ফিরে প্রথম বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার। বাকি দুটি বলেও উইকেট নিয়ে পাঁচ বলে পাঁচ উইকেটের কীর্তি গড়েন এই ডানহাতি। সবমিলিয়ে ২.৩ ওভারে ১৬ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স দেন তিনি।
জয়ের পর ক্যাম্ফার বলেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর
১১ জুলাই ২৫
ক্যাম্ফারের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটার থাকলে ছয় বলে ছয় উইকেট নিতে পারতেন কি না? সেই সম্ভাবনা অবশ্য নাকচ করে দেন ক্যাম্ফার, ‘না, আমার মনে হয় না।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট নেয়ার কীর্তিও আছে ক্যাম্ফারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। এই তালিকায় আরও আছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেল।
নারী ক্রিকেটে অবশ্য পাঁচ বলে পাঁচ উইকেট প্রাপ্তির ঘটনা আগেই দেখা গেছে। ২০২৩ সালে জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঈগলস উইমেনের বিপক্ষে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন কেনিস এনদোলোভু।