স্লোয়ার বলে বিশ্ব সেরা মুস্তাফিজ- ফকনার

ছবি:

অবশেষে স্বরূপে ফিরতে সক্ষম হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেছেন ফিজ।
সাকিবদের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বৃহস্পতিবার বল হাতে ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
তবে দুঃখের বিষয় হলো ফিজের দারুণ এই বোলিংয়ের পরও ম্যাচটিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছে মুম্বাইকে। যদিও ম্যাচ শেষে অজি ক্রিকেটার জেমস ফকনারের প্রশংসায় সিক্ত হয়েছে ফিজ।
এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ফকনার জানিয়েছেন, মুস্তাফিজের মতো স্লোয়ার বল করার ক্ষমতা ক্রিকেট বিশ্বে এখনও কারো তৈরি হয়নি।

মূলত স্লোয়ার দিয়েই হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের পরাস্ত করতে সক্ষম হয়েছেন তিনি বলে মনে করেন ফকনার।
মুস্তাফিজের স্লোয়ার খেলা আসলেই অনেক কঠিন উল্লেখ করে এই অজি পেস তারকা বলেছেন, 'ওর স্লোয়ার গুলো খেলা খুবই কঠিন। আমি মনে করি ওর মত স্লোয়ার বল বিশ্বে কারো নেই।'
ফকনার আরো বলেন, 'বিশেষ করে যেই এঙ্গেল থেকে সে বল করে, সেই হিসেবে ব্যাট করা সহজ নয়। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের ডেথ ওভারের দিকে লেগ সাইডে খেলার প্রবনতা বেশি থাকে।'
উল্লেখ্য এর আগে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে বেশ খরুচে বোলিং করেছিলেন মুস্তাফিজ।
৩৯ রান খরচায় ১ উইকেট শিকার করেছিলেন সেই ম্যাচে তিনি। হয়তো এরপর থেকেই নিজেকে প্রমাণের উপলক্ষ খুঁজছিলেন ফিজ। শেষ পর্যন্ত সেই উপলক্ষ এসে ধরা দিলো সাকিব আল হাসানদের বিপক্ষেই।